সদস্য ডিরেক্টরী প্রসঙ্গে

“ক্যাডেট কলেজ ব্লগ” এর সম্মানিত সদস্যগণ এবং এর পাঠকদের সুবিধার্থে ব্লগের বর্তমান সদস্যদের নিয়ে একটি ডিরেক্টরী তৈরী করা হয়েছে যা আলাদা পৃষ্ঠা হিসেবে ইতোমধ্যেই প্রকাশ করা হয়েছে “সদস্য ডিরেক্টরী” নামে।

দেখা গেছে ব্লগের নতুন এবং পুরোনো অনেক সদস্যই নিজ নিজ প্রোফাইলের তথ্যগুলো সঠিক ভাবে পূরণ করেননি কিংবা এখনও অসম্পূর্ণ রয়ে গিয়েছে।

এজন্য ব্লগের সকল সদস্যকে নিজ নিজ প্রোফাইল তথ্যগুলো সঠিকভাবে বাংলায় লিপিবদ্ধ করার জন্য বিনীত অনুরোধ করা হলো।

সবাইকে অনেক ধন্যবাদ।

Long Live CCB 🙂

৮৩৯ বার দেখা হয়েছে

১৩ টি মন্তব্য : “সদস্য ডিরেক্টরী প্রসঙ্গে”

  1. কামরুলতপু (৯৬-০২)

    আমার না জিহাদকে কিছু বলতে খুব লজ্জা লাগে। আমরা নিজেরা তো কিছু করিনা পোলাটাকে খালি এইটা করতে বলি অইটা করতে বলি। তাও লজ্জা করেই একটা কথা বলি সদস্য ডিরেক্টরীটা সদস্য হওয়ার তারিখ অনুযায়ী না হয়ে যদি ক্যাডেট কলেজের জয়েনের সাল হিসেবে হইত তাহলে ফ্রেন্ড খুঁজাটা সহজ হইত। সবাই কি বলে?

    জবাব দিন

মওন্তব্য করুন : জিহাদ

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।