সিসিবিতে রিয়েলটাইম নোটিফিকেশান ও সোশাল লগইন ফীচার সংযোজন প্রসঙ্গে

লেখক ও পাঠক সদস্যদের মাঝে যোগাযোগ ও অংশগ্রহণ আরো প্রাণবন্ত ও সহজতর করার লক্ষ্যে সম্প্রতি ক্যাডেট কলেজ ব্লগে দুটো নতুন ফীচার যোগ করা হয়েছে। পাশাপাশি সদস্যদের ব্যবহারের সুবিধার্থে লগইন করার পর ইউজার মেনুগুলোকে টপবারে একটি মেনুর আওতায় নিয়ে আসা হয়েছে।

নতুন পূন:বিন্যস্ত ব্যবহারকারি মেনু

নতুন পূন:বিন্যস্ত ব্যবহারকারি মেনু

(১) সোশ্যাল লগইন ফীচার

এই ফীচারের মাধ্যমে রেজিস্টার্ড সদস্যবৃন্দ এখন থেকে ফেইসবুক অথবা গুগল+ এর মাধ্যমে সিসিবিতে লগ-ইন করতে পারবেন অথবা নতুন নিবন্ধন করতে ইচ্ছুক ব্যক্তিগণ তাদের ফেসবুক অথবা গুগল একাউন্ট দিয়ে নিবন্ধন করতে পারবেন।
লগ-ইন পেজে গেলেই নিচের ছবির মত সোশাল লগ-ইন বাটন দুটো দেখা যাবে। যদি আপনার সোসাল মিডিয়ার ইমেইল ঠিকানা এবং সিসিবিতে নিবন্ধিত ইমেইল ঠিকানা এক হয়ে থাকে তাহলে সোশাল লগইন বাটনে ক্লিক করুন এবং এবং স্ক্রীণে প্রদর্শিত প্রয়োজনীয় নির্দেশাবলী অনুসরণ করে সোশাল একাউন্টের সাথে সিসিবি একাউন্ট কানেক্ট করুন।

স‌োশ্যাল মিডিয়া প্লাগ-ইন

স‌োশ্যাল মিডিয়া লগ-ইন ফীচার

সোশাল নেটওয়ার্কের ইমেইল ঠিকানা ও সিসিবিতে নিবন্ধনের ইমেইল ঠিকানা ভিন্ন হলে:

আপনার সিসিবি সদস্যপদের জন্য ব্যবহৃত ইমেইল এবং পছন্দের সোশ্যাল মিডিয়ায় ব্যবহৃত ইমেইল ভিন্ন হলে এই লগইন সুবিধাটি ব্যবহারের জন্য আপনাকে প্রথমে সিসিবিতে নিজের বর্তমান ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সিসিবিতে লগইন করতে হবে। তারপর নিচের ছবির মত করে ডানে-উপরের ড্রপ-ডাউন মেনু হতে ‘একাউন্ট’ (ছবিতে লাল কালি দিয়ে চিহ্নিত) সাবমেনুতে ক্লিক করুন।

Email_Manually1

নতুন উইন্ডোতে বামপাশের মেনু হতে ‘Social Connect’ (ছবিতে লাল কালি দিয়ে চিহ্নিত) ক্লিক করে পছন্দের সোশ্যাল মিডিয়া নির্বাচন করুন এবং স্ক্রীণে প্রদর্শিত প্রয়োজনীয় নির্দেশাবলী অনুসরণ করে সোশাল একাউন্টের সাথে সিসিবি একাউন্ট কানেক্ট করুন।

Email_Manually2

(২) রিয়েল-টাইম নোটিফিকেশান ফীচার

সোশ্যাল মিডিয়ার এই সময়ে রিয়েল-টাইম নোটিফিকেশানের প্রয়োজনীয়তা অনেকটা অপরিহার্য হয়ে উঠেছে। সিসিবির সদস্যদের মধ্যে ব্লগে মিথ:স্ক্রিয়া আরো সহজ ও প্রাণবন্ত করার লক্ষ্যে এই রিয়েল-টাইম নোটিফিকেশান ফীচার যোগ করা হয়েছে। এর ফলে এখন থেকে নিম্নোক্ত বিষয়ে সিসিবির সদস্যরা লগ-ইন করার পর নোটিফিকেশান পাবেনঃ
ক) কোন সদস্য আপনার প্রোফাইল ঘুরে এলে;
খ) আপনার লেখা ব্লগগুলোতে কোন সদস্য মন্তব্য করলে;
গ) কোন সদস্য যে কোন ব্লগে করা আপনার কোন মন্তব্যের জবাব দিলে;
ঘ) সদস্যপদ পরিবর্তিত হলে, যেমন: কারো সদস্যপদ মর্যাদা স্বেচ্ছাসেবক থেকে পূর্ণ লেখকে উন্নীত করা হলে।

ভবিষ্যতে পর্যায়ক্রমে আরো নতুন নতুন নোটিফিকেশান সংযুক্ত করা হবে।

নোটিফিকেশান দেখতে আপনাকে সিসিবিতে লগ-ইন করতে হবে। উপরে উল্লেখিত যে কোন একটি ঘটনা সংঘটিত হবার পর চলমান অর্থাৎ রিয়েল-টাইম নোটিফিকেশানসমূহ নিচের দুটো ছবির মত দেখাবে (লাল কালি দিয়ে চিহ্নিত)।

Notification1

Notification2

সকল নোটিফিকেশন একসাথে দেখতে চাইলে লগ-ইন করার পর উপরের টপবার থেকে ডানে নিজের নামের ওপর ক্লিক করে “নোটিফিকেশনসমূহ” সাবমেনুতে ক্লিক করতে হবে।

এই দুটো ফীচার যোগ করার ফলে লেখক ও পাঠকদের মাঝে যোগাযোগ আরো বৃদ্ধি পাবে এই আশাবাদ ব্যক্ত করছি। সবাই ভাল থাকুন। লিখা চলুক সিসিবির সাথে।

২৫ টি মন্তব্য : “সিসিবিতে রিয়েলটাইম নোটিফিকেশান ও সোশাল লগইন ফীচার সংযোজন প্রসঙ্গে”

  1. জুনায়েদ কবীর (৯৫-০১)

    আরে খাইছে! পুরা বিদেশী ব্যাপার-স্যাপার! 😀
    দারুণ!
    আরেকটা দাবী ছিল...
    এটা অবশ্য পাল বংশ আমলের পুরনো দাবী!
    প্রতিটি পোস্টের ডানে-বামে 'পূর্ববর্তী' ও 'পরবর্তী' পোস্টের হাইপার লিংক যোগ করা। এতে করে বারবার হোম পেজে গিয়ে অন্য ব্লগ খুলতে হত না।

    এই নিয়ে এটা ১ লক্ষ ১২ হাজার ৩ শত ২২ বার বললাম! x-(


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
    • জিহাদ (৯৯-০৫)

      মেসেজিং সিস্টেম একসময় ছিলো। খুব একটা ব্যবহার হয়নি। অযথা সার্ভার ওভারলোড করে। আর সোশাল নেটওয়ার্ক থাকতে ব্লগে তেমন একটা দরকারও নাই আসলে। এই সুবিধা যোগ করার সম্ভাবনা খুব কম।


      সাতেও নাই, পাঁচেও নাই

      জবাব দিন
  2. মুসতাকীম (২০০২-২০০৮)

    খুব ভালো উদ্যোগ। ::salute::


    "আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"

    জবাব দিন
  3. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    এডু স্যারের সব পোস্টের ছবিতে খালি মোকাব্বিরই আসে ক্যান? তবে কি মোকাব্বিরই এডু স্যার???? 😛 😛 😛 😛

    যাউজ্ঞা, এডু স্যার রক্স। কিছু ইমো চিপা চিপা দেখাইতেসে, কাহিনি কিতা?


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
    • মোকাব্বির (৯৮-০৪)

      ভাই এইগুলা মিডিয়ার সৃষ্টি, প্রোপাগান্ডা। আমি সহজ সরল সদস্য বিশেষ! :no:

      আচ্ছা তাইলে ইমোটিকন গুলা আসলেই চিপা আসতেসে। আমি আমার চার চোখের পারফরমেন্স নিয়া ডাউটে আছিলাম। 😕


      \\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
      অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\

      জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।