অষ্টম বর্ষে সিসিবিঃ আসছে পিকনিক।

৮ ডিসেম্বর ২০০৭ তারিখটি নিয়ে চিন্তা করতে থাকুন। আগামী ৮ ডিসেম্বর সেই তারিখটি অষ্টম বর্ষে পদার্পণ করবে। চিন্তা করে দেখুন আটটি বছর কিন্তু অনেকটা লম্বা একটি সময়। সিসিবির জন্যেও এই আটটি বছর ছিল অনেক লম্বা একটি পথ। এই পথটি ছিল নির্মল আনন্দের, ছিল কোলাহলপূর্ণ, ছিল মত পার্থক্যের, ছিল কলহের, ছিল দুঃখের, ছিল কোলাহলশূন্য, ছিল ঘুরে দাঁড়ানোর, ছিল পূনর্জাগরণের। এই আট বছরের চড়াই উতরাইকে উদযাপন করতেই সিদ্ধান্ত নেয়া হয়েছে সিসিবি এবার লেখক, পাঠকদের নিয়ে বনভোজনে যাবে। ৮ ডিসেম্বর সপ্তাহের মাঝে পড়ে যাওয়ায় বনভোজনের সম্ভাব্য তারিখ নিয়ে চিন্তাভাবনা চলছে। তবে আক্ষরিক অর্থে বনে ভোজন করতে যাওয়া যায় নাকি ব্যস্ত শহরের ঠাসা বুনোটের মাঝেই কোথাও বসে পড়া যায় এই ব্যাপারে দ্রুত পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের জন্য তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। আশা করা যাচ্ছে কমিটির চৌকস সদস্যরা বনভোজনের বাকি বিষয়গুলোতে দ্রুত সিদ্ধান্ত নিয়ে শীঘ্রই আমাদের বিস্তারিত জানাতে পারবেন।

বনভোজনের ব্যাপারে আপনার মূল্যবান মন্তব্য একান্ত কাম্য। সকলকে ধন্যবাদ!

৪,৫৭৭ বার দেখা হয়েছে

৯ টি মন্তব্য : “অষ্টম বর্ষে সিসিবিঃ আসছে পিকনিক।”

  1. মাহমুদ (১৯৯০-৯৬)

    এইবার মনে হয়য় আমার কপাল খুলছে :party: :party:

    আমি দেশে যাচ্ছি ডিসেম্বরের ৭ এ। কাজেই, ৮ এ পিকনিক হলে আমি খুবই খুশি হবো। অন্য কোন দিনে হলেও আপ্রাণ চেষ্টা করবো উপস্থিত হতে।


    There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx

    জবাব দিন
  2. সাকেব (মকক) (৯৩-৯৯)

    পিকনিকে যাওয়া ঠিক হবেনা।
    বিশেষজ্ঞদের মতে অংশগ্রহণকারীদের উদরাময় অথবা তীব্র বায়ুচাপ সহ উদরাময় হওয়ার ব্যাপক আশংকা রয়েছে B-)


    "আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
    আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"

    জবাব দিন
  3. ইশহাদ (১৯৯৯-২০০৫)

    😀 :clap: :guitar: :goragori: :awesome:

    পুনশ্চঃ ইয়ে, এডু স্যার,
    আমার প্রোফাইল ছবির ডান কোনায় লাল একটা গোল্লা আর বাম কোনায় কি একটা শতকরা হিসেব দেখাচ্ছে, এর মানে কি? (সম্পাদিত)



     

    এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে...

    জবাব দিন
  4. মাহমুদ (১৯৯০-৯৬)

    সম্মানিত এডু স্যার,

    পিকনিকের ব্যাপারে আর কোন খবর ত' পেলাম না। এটা কি হচ্ছে? ৮ ডিসেম্বরেই?


    There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।