অন্বিত স্মৃতি

স্মৃতি আসলে কোন এক সুখ স্বপ্ন

যা বহু কাল পরেও মনে পড়ে যায়।

মনে পড়ে সেই ত্রিমহিনীর গাবতলা,

কলেজ রোডের পথ প্রান্তরের নিমতলা।

 

আমি যৌবনের ফেলে আসা দিনের কথা ভেবে

আনমনা হয়ে যাই, খুঁজে ফিরি সেই পথ।

যে তুমি আমার কৈশোরের হেঁটে যাওয়া

পথ ধরে প্রতিদিন জেগে ওঠা কোন রথ।

 

কি আশ্চর্য শিশুকাল, কৈশোর, তারুন্য, যৌবন,

প্রৌঢ়ত্ব পার হয়ে আসে বার্ধক্য।

অথচ স্মৃতি জীবনের পাতায় পাতায় মাতম তুলে

পরে থাকে ভালোবাসা বিশ্বাসের চাতালে।

 

একদিন সব স্মৃতি ফুরাবে আমার

প্রদীপের অন্ধকারে বা কোন অন্ধকার অমানিশায়

তোমাকে খুঁজে ফিরি সেই অন্ধকারে,

হাজার বছরের পুরনো কোন এক জানালার শিক ধরে।

 

সেই পদ্মাপার, সেই কাশবন যেন এখনো তেমন,

একটু বাতাসের দোলা পেলে পাতারা শব্দ করে ওঠে ।

পরম অস্থিরতায় বুকের মধ্যে কাঁপন তুলে,

মনে হয় ফিরে গেছি সেই অশ্বথ তলে।

 

আমার বয়স আর বাড়ে না, স্বপ্নময় পুরুষ আমি,

তোমার প্রান্তরের সুরে জেগে উঠি,

তুমিও কি জেগে ওঠনি?

 

ডগডগে লাউ লতার সবুজে এখনো তুমি

তরুণীর মতো বিহ্বল,

তোমার চোখের ছলছল নোনা জল,

মুছে নেবে আমার সমস্ত ক্লান্তি তোমার আঁচল।

 

মনে পড়ে কোন একদিন পদ্মা পাড়ের সোনারোদে,

আলোছায়ার গহীন নদীর দহে

ঝাঁকে ঝাঁকে শাপলা আর কচুরিপানা বহে,

ভুলে গেছ? না, ভুলেও মনে রহে।

 

হা হা করে খুলে যেতে থাকে মন,

বুকের মাঝে যখন তখন।

এত স্মৃতি, এত স্বপ্ন,

এত আঁখিজল, এত ঝলমল,

এত ঘুমহীন নিশিরাত,

রাত শেষে সেই প্রভাত।

 

হাত বাড়াও বন্ধু, শক্ত করে ধরো

আঁচলে না হয়, বৃদ্ধাশ্রমে হবো জড়ো।

১,৬৪১ বার দেখা হয়েছে

৯ টি মন্তব্য : “অন্বিত স্মৃতি”

  1. লুৎফুল (৭৮-৮৪)

    সেই পদ্মা পাড়, সেই কাশবন ...
    ডগডগে লাউ লতার সবুজে ...
    বুকের মধ্যে কাঁপন তুলে ...
    চোখ ছল ছল নোনা জল ...
    আমার ক্লান্তি সব মুছে নেবে তোমার আঁচল ...

    অনেক কথা, অনেক দৃশ্যকল্পে ভাসিয়ে নিয়ে গেলো এক ভরা নদী জীবন নিরবধি ।

    জবাব দিন
  2. আনিস (৭৮-৮৪)

    শ্রদ্ধেয় বড়/ছোট ভাই ও বন্ধুরা
    সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
    রাজশাহী ক্যাডেট কলেজে থাকা সময় ছিল জীবনের অন্য রকম এক অধ্যয়।
    ঐ স্মৃতি আর স্মৃতিময় ভালোবাসা বার বার নাড়া দেয়।
    আজীবন মাতম তুলবে ঐ স্মৃতিময় অধ্যায়।
    সকল ক্যাডেটের সুখময় জীবন কামনা করছি।

    জবাব দিন
  3. পারভেজ (৭৮-৮৪)

    অনেক সুন্দর সুন্দর পংক্তি পেলাম কিন্তু সব যে একই কবিতার, সেটা মনে হলো না।
    কেমন যেন মনে হলো, একটা না, অনেকগুলা কবিতা পড়লাম।
    কানেকশনে কি একটা জানি সমস্যা হচ্ছে আমার।
    কিছু দূর এসে ভুলে যাচ্ছি, কোথায় ছিলাম যেন.........


    Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।