ব্রুটাসের অট্টহাসি

ব্রুটাস, তুমি এইখানে, এদিকটায় এসো

বঙ্গদেশে তোমাকে অভ্যর্থনা জানাতে

হাজারে হাজার সাঁজোয়া গাড়ির প্যারেড,

অশ্বারোহী কিংবা তরবারী স্যলুট

যেটাই তুমি চাও, প্রস্তুত।

চল্লিশ বছর আগের হাড়গোড়

-বেশি নয়, হাজার বিশেক খুব জোর

নিখোঁজ কিছু নিখোঁজ সংবাদ, দুটো চারটে ধর্ষণ

সব কিছু ভুলে গেছি, কসম!

চার চার করে কত বছরের মসনদ চাই,

বিস্তারিত»

আমি চোখ বুজে যাকে খুঁজছি তার সাথী হোক প্রিয় অন্ধ

আমি চোখ বুজে যাকে খুঁজছি তার সাথী হোক প্রিয় অন্ধ
বুকে হাত রেখে যাকে চাইছি তার পায়ে হোক মৃদু নৃত্য
তার ঠোঁটে লেগে আছে কুয়াশা
আমার বুক পকেটে রক্ত
আর একবার সে নড়লেই কেপে উঠবে সারা বিশ্ব
তাই তার নাম করে বারবার
এই এলোমেলো পথে হাটছি
আর চাইছি সে বিড়বিড় করে আমার নাম ডাকুক
আজ রাত্রির শেষ স্বপ্নে চোখে লেগে থাকা দৃশ্যে
তার বুকে মুখ রাখতেই
উড়ে এলো তিন পায়রা,

বিস্তারিত»