আসর ভাঙ্গার কলরব

(কলেজ থেকে চলে আসার কয়েকদিন আগে এই কবিতাটা লেখা। আমাদের ফেয়ারওয়েল উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের নামেই কবিতার নামটা দেয়া।)

উদাসী বাতাসে আসর ভাঙ্গার গুঞ্জন শুনি
আজকাল। স্মৃতির ডাকপিয়ন হঠাৎ হঠাৎ
কড়া নাড়ে। লুকোচুরি চলে তার সাথে।
গল্পচ্ছলে বলে কিনা-
আমার নাকি রাধাচূড়া-রক্তকায়ার স্তুপ মাড়িয়ে
আর কোনদিন হাঁটা হবে না-
ভোরবেলা কংক্রিটে চিৎ হয়ে শুয়ে জলরঙা সেই আকাশ,
ছুটির সন্ধ্যায় মাঝমাঠে বুক খোলা শার্ট গায়ে
তারা গোণা…………

বিস্তারিত»

আমাদের নেতারা চোর, আমরা সৎ নেতৃত্ব চাই

আমি কিছুদিন আগে ফেসবুকে দেখলাম যে বেশকিছু লোকজন ১লা মার্চ ভারতীয় পণ্য বর্জন করার জন্য সবাইকে আহবান জানাচ্ছে। আমি একমত হতে পারলাম না ব্যাপারটার সাথে। একদিন যদি আমরা ভারতীয় পণ্য বর্জন করি তাতে ভারত হয়ত অর্থনৈতিক ভাবে কিছুটা ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু আমরা যে সমস্যাগুলির জন্য প্রতিবাদ জানাবো (টিপাই মুখ বাঁধ, সীমান্তে নির্যাতন, ইত্যাদি) তা কোন ভাবেই সমাধান হবে না। আমি ব্যক্তিগত ভাবে মনে করি আমাদের সবচাইতে বড় শত্রু হল আমাদের অযোগ্য নেতৃত্ব (ক্ষমতাসীন এবং পূর্বের ক্ষমতাসীন দলের নেতৃবৃন্দ),

বিস্তারিত»