অপলাপ

[একটু অফ টপিক। একটা কবিতা দিলাম সবার জন্য।]
বাতাসে পাতার শব্দ ।
দূরে কোথায় যেন কিসের কোলাহল,
আমি কান পেতে থাকি কিছু বুঝতে পারিনা।
আবার সব চুপচাপ, নিস্তব্ধ।
আমি কবি নই
তাই বাতাসে পাতার শব্দে গান খুঁজে নিতে পারিনা।

বেলা শেষ হয়, সন্ধ্যা নামে,
পাখিদের নীড়ে ফেরার তাড়া।
একটি দীর্ঘ কালো রাতের সূচনা।
আমি কবি নই
রাতকে মায়াবী ভেবে প্রিয়াকে কল্পনা করতে পারিনা।

সকালের নতুন সূর্য,
আমাকে আশার আলো দেখায়না ।
বরং মনে করিয়ে দেয়
এটি আরেকটি দিন ঠিক গতকালের মত।
আমি কবি নই
শূন্য চারপাশে তাই ভালোবাসা খুঁজে পাইনা ।

৯ টি মন্তব্য : “অপলাপ”

  1. বইন্য তোর জইন্য...আমি তিতাস এর শাহেদ...intake no দেখে বুঝ না...??আর তুমি বা কে?? এইসব ভাব মারকা নাম দেখে চিনা মুশকিল...বইন্য তোর জইন্য নামে তো আমি কাউকে চিনি না...

    জবাব দিন

মওন্তব্য করুন : Shahed Md. Ibn Shams-ccc18th

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।