হাত ধরো

পথ চলতে চলতে যদি পিছলে পড়ি,
হাত ধরো, অন্ততঃ একটি হাত।
আবার উঠে দাঁড়াবো, ঘুরে দাঁড়াবো।

ভুল পথে যদি কখনো পা বাড়াই,
শুধু একটি হাত ঊঠিয়ে ইশারা করো,
নিমেষেই বুঝে নিব, ফিরে আসবো।

একান্তে যদি কখনো কিছু বলতে চাও,
আলতো করে শুধু হাতটি ধরো,
বুঝে নিব, বলার আগেই বুঝে নিব।

ঘুমের মাঝে যদি কোন বার্তা দিতে চাও,
আলগোছে হাতটি শুধু একটু ধরে রেখো,
নিমেষেই চোখ খুলে মনযোগ দিব।

ভাষার ঘাটতি যদি কখনো বাধা হয়ে দাঁড়ায়,
হাতটি ধরে চোখের দিকে তাকিও,
চোখ ও হাতের ভাষা চটজলদি বুঝে নিব।

অন্তিম শয্যাশায়ী হলে, যদি বাকহারা হয়ে যাই,
ভালবাসার পেলবতায় শুধু হাতটি ধরে রেখো,
চলে যাবো, নয় ফিরে আসবো, হাসতে হাসতেই!

(ইতিপূর্বে প্রকাশিত)

আদিতমারী,লালমনিরহাট
১২ আগস্ট ২০১৩
সর্বস্বত্ব সংরক্ষিত।

১,৩০৩ বার দেখা হয়েছে

৯ টি মন্তব্য : “হাত ধরো”

  1. জুনায়েদ কবীর (৯৫-০১)

    খুব ভাল লাগল, খায়রুল ভাই! 😀

    আদিতমারী, লালমনিরহাট- এ আমার বাবা পোস্টিং কারনে কয়েক মাস ছিলেন। কলেজের ছুটিতে আমি একবার গিয়েছিলাম। অনেক আগের কথা অবশ্য- সম্ভবত '৯৬-'৯৭ এর ঘটনা! আমরা তিন বিঘা করিডরেও গিয়েছিলাম! শেষের ডিস্ক্লেইমার দেখে সেই সময়ের কথা মনে পড়ল! :dreamy:


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
    • খায়রুল আহসান (৬৭-৭৩)

      ধন্যবাদ জুনায়েদ, শেষ পর্যন্ত আমার এ কবিতাটা তোমার নজরে পড়ে ও প্রথম মন্তব্য পেয়ে ধন্য হলো। ভালো লেগেছে জেনে খুশী হ'লাম।
      লালমনিরহাটের আদিতমারী আমার গ্রামের বাড়ী। প্রতি বছর অন্ততঃপক্ষে একবার হলেও সেখানে যাই। সাধারণতঃ কোরবানী ঈদটা বাড়ীতেই করি।

      জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।