এক ফোঁটা জল

এক ফোঁটা জল,
সেটাও হতে পারে এক সমুদ্র অতল,
যদি সেটা ঝুলে কোন আঁখির পাতায়
হৃদয় মথিত কোন সূক্ষ্ম ব্যথায়।

কবিতা,স্বপ্ন, গান,ঝর্না বহমান,
নিভৃতে বিরহী হৃদয় রোরুদ্যমান,
সব কিছু মূর্ত হয় এক ফোঁটা জলে,
ইতিহাস ভেসে উঠে কত কথা বলে!

ইনানী সৈকত, কক্সবাজার
০৪ অক্টোবর ২০১৭
সর্বস্বত্ব সংরক্ষিত।

৫,৯৭৬ বার দেখা হয়েছে

২ টি মন্তব্য : “এক ফোঁটা জল”

  1. কাজী আব্দুল্লাহ-আল-মামুন (১৯৮৫-১৯৯১)

    কবিতার মর্ম উপলব্ধি করার জন্য যে জ্ঞান থাকা প্রয়োজন আমার যে তা বিন্দু মাত্র নেই - এ বিষয়ে আমি নি:সন্দেহ। তবুও আমি কবিতা সামনে পেলে পড়ার চেস্টা করি, বুঝি আর না বুঝি। বেশীর ভাগ সময়ই অবশ্য বুঝিনা, বোঝার ভাব করি। আপনার সুন্দর কবিতাটি পড়ে হৃদয় আন্দোলিত হলো-নিজের মনেই মর্ম বোঝার সে ঢেউ আলোড়ন তুলেছে। আপনি দীর্ঘজীবন লাভ করুন, এই শুভ কামনায়।

    জবাব দিন
    • খায়রুল আহসান (৬৭-৭৩)

      প্রেরণাদায়ক এ মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ।
      কবিতা সব সময় কবির ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে লেখা হয়না, তবে জগত সংসারে নিজের কিংবা অপরের জীবনের, কিংবা আশে পাশে ঘটে যাওয়া ঘটনাগুলোকে কবি যখন আত্মস্থ করে সংবেদনশীল হন, কোন বিশেষ বোধ অনুভব করেন, তখনই তার ভাবনাগুলো কবিতার আকার নিয়ে মনে বাসা বাঁধে, সেটা প্রকাশিত হোক, কিংবা না হোক।

      জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।