দৌড়

এক অদৃশ্য হুইসেলের ফুঁৎকারে আমাদের দৌড় শুরু হয়।
নানা চড়াই উৎরাই পেরিয়ে আমরা দৌড়াতেই থাকি।
শেষ সীমারেখা দৃশ্যমান নয়।
যার পথ যত দীর্ঘ, স্মৃতির সম্ভার তার তত বেশি ভারী।

যার যার পথসীমা নির্দিষ্ট, তবে ট্র্যাক পৃথক।
রেলপথের মত কখনো দুটো ট্র্যাক এক হয়ে যায়,
আবার কখনো বাঁকা পথ নেয়।
পথ শেষ হওয়া সতীর্থরা পড়ে রয়, আমরা দৌড়াতে থাকি।

আবার সেই অদৃশ্য হুইসেলের শব্দে আমাদের দৌড় শেষ হয়।
আমরা থেমে যাই, সতীর্থরা দৌড়াতে থাকে।
দৌড় শেষে কোন বিজয়-স্তম্ভ নেই।
ফলাফলঃ ‘স্থগিত! আপাততঃ সাজঘরে যাও’!

ঢাকা
১৪ ডিসেম্বর ২০১৭
সর্বস্বত্ব সংরক্ষিত।

৬,০৬৫ বার দেখা হয়েছে

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।