সময়ের সংলাপ

বাবলু তুমি দৌড়ে চলো, দৌড় ছাড়া আর চলবে না,
থামাথামি তো চলবে না, জোর কদমেও চলবে না।
সময় তোমার বড্ডো কম, এ ছাড়া আর গতি নেই,
পিঠের বোঝা ভারী হলেও চলতে হবে তা নিয়েই!

বাবলু তোমার মনটা খারাপ? দিশেহারা বড্ডো তুমি?
বুকটা তোমার হয়ে আছে মরু সাহারার বিরাণ ভূমি?
দিনভর তুমি কিসব লিখো, কার কাছে কি বলবে বলে,
সেসব কথা গুটিয়ে রাখো, বলবে আবার সময় হলে।

কোনটা তোমার বেশী ভারী, বুকটা নাকি পা দুটো?
জলবাষ্পে কোনটা ভারী, আকাশ নাকি চোখ দুটো?
ক্লান্ত তুমি? ভয় পেয়ো না, এই কথাটি রেখো মনে
সব পথেরই মিলন হবে এক জা’গাতেই সঙ্গোপনে।

দৌড়ে চলো, দৌড়ে চলো, বাবলু তুমি দৌড়ে চলো,
ব্যাগটা তোমার গুছিয়ে নিয়ে দ্রুত লয়ে দৌড়ে চলো।
পেছন ফিরে তাকিও না, ঊর্ধ্বশ্বাসে দৌড়ে চলো,
অশ্রু ঘামে ভিজিয়ে দিও উড়বে যত পথের ধুলো।

ঢাকা
১৬ মার্চ, ২০১৮
সর্বস্বত্ব সংরক্ষিত।

৬,২৫১ বার দেখা হয়েছে

৪ টি মন্তব্য : “সময়ের সংলাপ”

  1. এখনো কি মনটা খারাপ, কেমন আছ বাবলু তুমি?
    এখনো কি মন্টা তোমার হয়ে আছে মরু ভূমি?
    এখনো কি বুকটা ভারী, ভাবনাগুলু এলোমেলো?
    এখনো কি ভীষন ভারী ব্যাগটা নিয়ে দৌড়ে চল!
    দিনভর তুমি কি সব ভাব, কার সাথে কি বলবে বলে,
    সেসব কথা লিখে রাখ, বলবে নাহয় সময় হলে।

    জবাব দিন

মওন্তব্য করুন : milki mogni

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।