~ দুর্মূল্যের ভুল ~

নীতা, পরমিতা,
তোমার পেলব পিঠের
কোমল চাতুর্য ভেঙে
কৌশলী তাঁত
তুলেছে নির্মম দেয়াল।

খেয়ালী চুল
যেনো সে দৈর্ঘ্য শুন্যতায়
হয়েছে সংক্ষিপ্তে আকুল।

পূর্ণ চোখ
আর চন্দ্রাপ্লুত ওষ্ঠ।
ফ্রেমে ধরেছে
মোহিনী হাসির ধাঁধায়
বাঁধা পড়া ছবিখানা স্পষ্ট।

কানের শেষে
ঝুলে আছে দুল, চঞ্চল ফুল।
আহা ! হৃদয় আকুল !

অথচ কী
আশ্চর্য ভুল।
জানা হলো অবশেষে।
নবনীতা নয়, সে পরিণীতা।

শিল্পী না হয়ে তাই তাঁতী হলে আজ
বোনা যেতো তবু কিছু
অনুপম কথকতা !

[ রচনাকাল ~ ১৫ জুন ২০০৩ ]

৯৮৮ বার দেখা হয়েছে

৮ টি মন্তব্য : “~ দুর্মূল্যের ভুল ~”

    • লুৎফুল (৭৮-৮৪)

      ভাই একটা দিনের ঘটনায় একটা অনুষ্ঠানে এক বড় ভাই কাম বন্ধুর কাছে(লেখক ও সম্পাদক) থেকে এক অনুরাগী পাঠিকা বই ও অটোগ্রাফ সংগ্রহ করার ঘটনায় উনার সাথে রসিকতা করে আড্ডায় আংশিক তৈরী হওয়া কবিতাটা।
      সুন্দর মন্তব্যটির জন্য অনেক ধন্যবাদ ভাই।

      জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।