আজ এটুকুই ফাল্গুন থাক

    অনেকদিন পর কিছু লিখছি সিসিবিতে। বসন্তই যখন, একটা কবিতা লেখাই যায়।

    আজ এটুকুই ফাল্গুন থাক
    আসছে বছর নাহয় বাকীটুকু নিও
    নিয়তির নিয়তে গড়া গতবছরের স্মৃতি
    অতীত ভেবে না হয়ে ভুলেই যেও।

    সেদিনও ছিল না তেমন একটা ফুল
    গাছে গাছে
    কিংবা কোকিলের কুহু ডাক
    যা ছিল তা কেবল তোমার
    ওই খোপাতেই
    আর, ওই মিষ্টি হাসিতে।

    ফাল্গুন যেতেই, তুমিও গেলে
    আমি হলাম পরিত্যক্ত প্রেমিক
    বাকীটা সময় কোন নতুন তোমার খোঁজে
    হয়ত দিশেহারা কোন ভবঘুরে নাবিক।

    ভুলে যেও, সব ভুলে যেও
    আজ সব নতুন করে গেঁথে নিও।
    নাহ, থাক। আজ এটুকুই ফাল্গুন থাক-
    আসছে বছর নাহয় বাকীটুকু নিও।

৪,৪৮৪ বার দেখা হয়েছে

৬ টি মন্তব্য : “আজ এটুকুই ফাল্গুন থাক”

মওন্তব্য করুন : ইশরাক (২০০৮-২০১৪)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।