জেগে ওঠো বীর

জেগে ওঠো বীর
এসো এসো রণবীর!
ক্ষ্যাপা প্রলয়ে ভেঙ্গে ফেল আজ
জীর্ণ পাতার নীড়।
শত জননীর মহা ফরিয়াদ
গুমরে ফিরে বিদীর্ণ নাদ
ক্রন্দন ঢেউ উছলিছে বাধ-কল্লোল বারিধির,
কতকাল ঘুমাবে দামাল নিশ্চুপ গম্ভীর!
জেগে ওঠো দিকপাল
জিঞ্জির পায়ে নকশি কাঁথায়
কাটিয়েছ মহাকাল।
মহা ঝঞ্ঝায় ভেঙ্গে গেছে দ্বার
অমানিশায় খেয়া পারাপার
পিশাচের ফাঁদে কাঁদে হাহাকার তরঙ্গ উত্তাল,
ঘোর তমসায় দিশাহীন তরী ধরিবে কে হাল!
দেখ ঐ দূরে-
দুর্জন প্রাণে হাঁকিছে দামাল
বিদ্রোহী রণ সুরে।
দামামার তালে ডাকিছে নকীব
জেগেছে সাগর দূর অন্তরীপ
হেসেছে অরুণ ঊষার প্রদীপ পিশাচ বক্ষ ফুঁড়ে,
নিপীড়িত ওই দাঁড়িয়েছে ফের ঘুরে।

১,১৯২ বার দেখা হয়েছে

১১ টি মন্তব্য : “জেগে ওঠো বীর”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।