অন্তর্ধান

অন্তর্ধান
মুহাম্মদ ওবায়েদুল্লাহ

আজো পাখিরা এসেছিল আগের মত
তোর বাড়ীর বাগানের
বৃক্ষ শাখে বসে কত কথা বলল
আমি কি বুঝি সব,
বুঝি না তোর মত ওদের ভাষা
শুধাল তুই নেই কেন? কেন নেই,
নেই কেন এই সুন্দর সকালে
রাত ভোর করে দাঁড়িয়ে জানালায়।

ভোরের আলোরা বলে , কোথায় তুই?
সোনা রোদ চিক চিক পড়লো না কপোলে,
সারাটা সময় খুঁজে ঘুরে ফিরে
চলে গেল মলিন ব্যাথায়
শিশিরের ভেজা কান্নায় অশ্রু ঢেলে
তুই নেই বলে, শুধাল কেন নেই ?
নেই ঘরে এই ভরা সাঁঝের বেলায়।

রাতের জোছনা এসে হাসছিল শুয়ে
তোর ঘরের বিছানায়,
লুটোপুটি খেয়ে শুধাল কত কি আমায়,
আমি কি জানি সব ?
জানি কি তোর মত চাঁদের ভাষা
বললো কোথায় তুই, তুই কোথায়?
স্ফটিক রুপালি এই পূণর্িমা রাতে ।

০৮/১০/২০১৫ রাত ২:৩১
ঢাকা।

৩ টি মন্তব্য : “অন্তর্ধান”

  1. "কান্না চলে আসে"
    দারুন ভাবে ছুয়ে দিলে সহজ মন্তব্যে।
    মন্তব্যের জগতে আমার বিচরন শুরু, জানি কেউ হয়তো বিষ্মিত হয়েছে আমার নিরবতায় তবে বলি সবই নিছক নিজেকে মানিয়ে নিতে- তবু বলি স্তব্ধতারও তো ভাষা আছে।

    জবাব দিন
  2. খায়রুল আহসান (৬৭-৭৩)

    কবিতার সাথে শিরোনামের চমৎকার সাযুজ্য ঘটেছে।
    ভোরের পাখি, ভোরের আলো, রাতের জোছনা ইত্যাদির সাথে প্রেয়সীর সখ্যতার ভাবনাটা দারুণ লাগলো।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।