অসমাপ্ত স্বপ্ন

খন্দকার গোলাম বেগ
এখনও গুপ্তি হাতে
হ্যাঁচকা টানে
উপড়াবে শেকড় ?

এ তো মহীরুহ
বিষবৃক্ষ
অনেক গভীর
কোথা আছে সেই
পরশুরামের কুঠার ?

এখনও আছে
চাটার দল
আছে চাটুকার
আত্মপ্রচার।

বিচিত্র চিত্র প্লটারে ছাপা
চলে কেবল আত্ম প্রচারণা !
আমায় মুক্তি দে রে মা
আমি যে সবার
শুধুই তোর না !

১১,৮৮৮ বার দেখা হয়েছে

৬ টি মন্তব্য : “অসমাপ্ত স্বপ্ন”

  1. পারভেজ (৭৮-৮৪)

    ভাল লাগলো।
    একই সাথে সুখপাঠ্য এবং ভাবনার খোরাক জোগানো।
    কঠিন কথা এতটা সহজে বলতে পারা চাট্টিখানি কথা না...


    Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।