সাতাশ বছর পরে – ছয়

নীলার জন্য ছয়টি গোলাপ।
ঠিক ছয়টি মাসই ছিলো আমাদের
দেখা-কথা-প্রেম-ভালবাসা।

একটা হলুদ গোলাপ নীলার জন্য
একটা মাস শুধু বন্ধুই ছিলাম।
একটা গোলাপী গোলাপ নীলার জন্য
একটা মাস বন্ধুর চেয়েও বেশী।
দুটো লাল গোলাপ নীলার জন্য
যে দুই মাস প্রেম আচ্ছন্ন করে ছিলো।
বাকী দুটো লাল গোলাপ নীলার জন্য
আমি নিশ্চিত ছিলাম ঐ দুই মাস
এটা কোন প্রেম নয়, ভালোবাসা।

প্রেম আর ভালোবাসা এক না
তেমন সুক্ষ্ম কোন ফারাক নেই
যে ভালোবেসেছে সেই জানে,
ফারাকটা অনেক বড়।
ভালোবাসা এক অন্য রকম বোধ,
আমাদের আচ্ছন্ন করে রাখে
মদ যেমন মাতালতে রাখে,
নীলা তেমনি রাখতো, মন আর মননে,
শীতের লেপের মতোন মুড়ে দিয়ে
হৃদয়ে এক উষ্ণতা দিয়ে
দম বন্ধ হয়ে থাকার মাঝেও সুখ আছে।
এক অদ্ভুত আনন্দের বোধ জমাট বাধে।

নীলা, ছয় মাসে যে পাগলের জীবন
ওলট পালট করে দিয়েছিলে
না আর তুমি কারে কখনো করবে,
না আর আমাকে কেউ কখনো করবে।

জীবনটা ছোট, এতো ছোট নয় যে
বিশাল ছয় মাস ভুলে যাবো।
প্রতিদিন সকালে উঠে একবার
তোমার নাম উচ্চারণ না করলে এখনো
কি যেন খালি খালি লাগে।

সেই দিনটা এখনো চোখে ভেসে ওঠে
কমলা হলুদ ড্রেসে যেদিন বলেছিলে
হ্যা আমিও তোমায় ভালোবাসি,
কমলা একটা অসহ্য রং
সেই একদিন এরচেয়ে কোন রং সুন্দর লাগেনি
বলেছিলে, এই নীলা শুধুই তোমার।

ভুলে যাওয়া মাঝে মাঝে ভালো
এতোটা ভালো না।
ছয়মাস যখন সারা জীবনে
একটা চিরস্থায়ী ছাপ দিয়ে যায়,
ছয়টি গোলাপ প্রতিদিন হাতে নিয়ে
বসে থাকতে পারি টিএসসির মোড়ে।

ভালো থেকো ভালবাসা
যতদূরেই থাকো নীলা, আমি আছি
ঠিক যেমন জানি তুমি দেখছো
আর হৃদয়ের উত্তাপ দিয়ে
আগলে রেখেছো ঝাকড়াচুলের
এই মুগ্ধ পাগলটাকে।

ছয়টি গোলাপতো বাহানা শুধু
এখনো নীলাতেই আচ্ছন্ন হয়ে আছি।

৬,৮০৪ বার দেখা হয়েছে

২ টি মন্তব্য : “সাতাশ বছর পরে – ছয়”

মওন্তব্য করুন : খায়রুল আহসান (৬৭-৭৩)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।