নিঃস্বঙ্গ মস্তিস্ক

একলা আছি, একাই রবো
একা একাই সুখ পোড়াবো।
কেউ হবেনা সঙ্গী যখন
কী লাভ দেখে মিথ্যে স্বপন,
ব্যর্থতাকে সাথী করে চলব আজীবন।
একলা আছি, একাই রবো
একলা রবে মন।

২,৩৩৪ বার দেখা হয়েছে

২৪ টি মন্তব্য : “নিঃস্বঙ্গ মস্তিস্ক”

  1. রকিব (০১-০৭)
    একলা আছি, একাই রবো
    একলা রবে মন।

    আমি একবার এই কথা কইছিলাম একজনরে, উত্তরে কইছেঃ আঙ্গুর ফল টক x-( x-( x-(


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  2. দোস্ত

    তোমার হাতে কবিতা... পাবনার জীবন শুরু হলো সিসিবি তে মনে হচ্ছ এবার ভালোমত...

    কবিতা তে আত্নতুষ্টির চাইতে বঞ্চিতের নিজেকে সান্তনা দেয়ার গন্ধ বেশি পাচ্ছি
    যে......

    ব্যাপারটা কি বলতো???
    =)) =))

    জবাব দিন

মওন্তব্য করুন : মাহমুদ ফয়সাল (৯৯-০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।