Amélie, তুমি আজ হেডফোনে পিয়ানো

একর্ডিয়নে হাঁক দিয়ে
রোদেলা দিন কি আনো?

শহরে নেমে’
ওড়নার পিছু পিছু
ফুসলে নিয়ে গেছো
বারান্দার সব প্রজাপতি

‘হোক না কিছু ক্ষতি!’ বলে
মাছবাজার, ময়লার স্তুপ
নর্দমা পেরিয়ে নির্বিকার
হারমোনিকার সুরে মজে
সার্কাসের টিকিট কিনে
পথ হারিয়ে নাজমা ম্যাডামের
ট্রাপিজে চড়তে’
সমস্ত শহর
ভোকাট্টা
ফেঁসে গেছে
সেলফোন টাওয়ারে
চূড়ায় চূড়ায়

তুমি তবে প্রজাপতি-চোর,
স্বপ্ন কেটে কেটে
নেলকাটারে
রাতভর
সেতারের মীড়
আনন্দ রোমন্থন
ব্লুটুথ হেডফোনে

মুভিশেষে অথচ
বিষণ্ণ ভায়োলিন তুমি —
চোখ দুটো
কেঁদে ফোলা ফোলা।
ওদিকে বাইরে হরতাল,
ব্যারিকেড উঠছে
তোমাকে যেতে দেবেনা বলে
দ্যাখোনা
মোড়ে মোড়ে
জমে গেছে
কি বেয়াড়া জটলা!

Amelie

৩,৬১১ বার দেখা হয়েছে

২৫ টি মন্তব্য : “Amélie, তুমি আজ হেডফোনে পিয়ানো”

  1. মোকাব্বির (৯৮-০৪)

    চলচিত্রটি দেখা হয়নি। ৮.৫ আই,এম,ডি,বি রেটিং মানে খুবই ভাল হবে। চলচিত্র দেখার পরে কবিতার মানে স্পষ্ট হবে নাকি?


    \\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
    অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\

    জবাব দিন
  2. সামিউল(২০০৪-১০)

    মেয়েটিকে, মানে মুভিটাকে দেখা দরকার। সবাই তো আর ওড়নার পিছু পিছু প্রজাপতি ফুসলে নিয়ে যেতে পারে না।
    :thumbup: :thumbup: বরাবরের মতই।


    ... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!

    জবাব দিন
  3. জুনায়েদ কবীর (৯৫-০১)

    বেশ আগে দেখা, তাই ঘটনা তেমন মনে নেই। খালি মনে আছে অঁদ্রে তুঁতু এর এক্সপ্রেশন। মাই গড! ওর চোখ-মুখ যেন হড়বড় করে কথা বলতে থাকে!! চোখ-মুখের এরকম লাইভলি এক্সপ্রেশন আমি আর দেখেছি বলে মনে পড়ে না। সিনেমাতে ওঁর অভিনয়ের কথা ভাবতে গেলে কেন জানি রোনান কিটিং এর 'You say it best, when you say nothing at all' গানটার কথা মনে হচ্ছে...

    নূপুরদা, সুন্দর স্মৃতিটাকে খোঁচা দেবার জন্য অনেক অনেক ধন্যবাদ! 😀
    আসলেই, 'শী সেইড ইট বেস্ট, হোয়েন শী সেইড নাথিং এট অল...!' (সম্পাদিত) (সম্পাদিত) (সম্পাদিত) (সম্পাদিত)


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  4. তাওসীফ হামীম (০২-০৬)
    মুভিশেষে অথচ
    বিষণ্ণ ভায়োলিন তুমি –
    চোখ দুটো
    কেঁদে ফোলা ফোলা।
    ওদিকে বাইরে হরতাল,
    ব্যারিকেড উঠছে
    তোমাকে যেতে দেবেনা বলে
    দ্যাখোনা
    মোড়ে মোড়ে
    জমে গেছে
    কি বেয়াড়া জটলা!

    এই অংশটা খুব ভালো লাগলো। ছবিটার পোস্টার দেখেছি অথচ দেখা হয়নি।


    চাঁদ ও আকাশের মতো আমরাও মিশে গিয়েছিলাম সবুজ গহীন অরণ্যে।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।