টাশকি অফ দ্যা ইয়ারঃ ৩১শে ডিসেম্বর ২০১৬

টাশকি অফ দ্যা ইয়ারঃ ৩১শে ডিসেম্বর ২০১৬

২০১৬ সালটা আর সব বছরের মতই মিশ্র কিছু অনুভূতি নিয়ে বিদায় নিচ্ছে। এত কিছুর মাঝে এই ডিসেম্বর বেশ মজার একটা অভিজ্ঞতা, কিংবা বলা চলে “শিক্ষা” দিয়ে গেল।

ঘটনাটা এমনঃ ফেসবুকের প্রায় সবকিছুতেই বৌকে ট্যাগ করে দেই। এখানে বৌ-প্রীতি বা বৌ-নেওটা টাইপের কোন বিষয় না, বরং নিয়মিত পালন করে যাওয়া অভ্যাসটাই আসল। যাহোক, ফেসবুকে “লাইক-প্রেমী” একেবারেই না হওয়া সত্বেও দেখি আমার ফ্রেণ্ড-লিস্টের বাহিরেরও অনেকেই “লাইক” বাটনে চাপ দিয়ে যাচ্ছেন। নেহায়েত খারাপও লাগে না!! বুঝলাম, বৌকে ট্যাগ করার করনেই এটা ঘটছে; কারন, প্রাইভেসি সেটিংস-এর বদৌলতে ফ্রেণ্ডলিস্টের বাইরে কেউ আমার পোস্ট দেখার কথা না। বিষয়টা নিয়ে বৌয়ের সাথে মশকরা করার সাধ হলো; বললাম, “দেখ, আমার পোস্টে কত্ত লাইক। আমি চিনি না, তারপরেও লাইক! তবে, তোমার মনে হয় চেনা! আচ্ছা, তারা কি আমায় ইশারায় কিছু বলতে চায়??” বলাবাহুল্য, শেষের প্রশ্নটাতে বৌয়ের ফ্রেণ্ডলিস্টের সুন্দরী নারীকুলের দিকে ইঙ্গিত ছিল।।

বৌ পুরাই স্বাভাবিক মুডে এবং ন্যাচারাল মোডে জবাব দিল, “অত লাফাইও না!! লাইক দিতে কারো পয়সা লাগে না!! হিরো আলমেরও অনেক লাইক!!”

সার্বিক অনুধাবনঃ “টাশকি” সম্ভবত একটা আনডিফাইণ্ড ওয়ার্ড। কিন্তু যখন কেউ তা রিয়ালাইজ করে, ভালমতই করে।।

বিদায়ী বছরটা যেমনই হোক, ২০১৭ সবার আনন্দে কাটুক!!

৪,৯১১ বার দেখা হয়েছে

৭ টি মন্তব্য : “টাশকি অফ দ্যা ইয়ারঃ ৩১শে ডিসেম্বর ২০১৬”

মওন্তব্য করুন : আহমদ (৮৮-৯৪)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।