তখনও জানতে বাঁকী

তখনও জানতে বাঁকী

তখনও জানতে বাঁকী, তুমি আর আমি,
কার চেয়ে কে বেশী, কাকে ভালবাসি?
এখন আর তখনের জীবনসীমায়,
তোমার ছলনাগুলো এখনো কাঁদায়।।
তখনও জানতে বাঁকী, তুমি আর আমি,
কার চেয়ে কে বেশী, কাকে ভালবাসি?

প্রথম যেদিন তুমি ভালবেসেছিলে,
প্রবল সুখে এ চোঁখ ভরা ছিল জলে।
প্রথম যেদিন তুমি বিদায় জানালে,
ব্যাথায় ভরা দুটি চোঁখ ভরেছিল জলে।
তখনও জানতে বাঁকী, তুমি আর আমি,
কার চেয়ে কে বেশী, কাকে ভালবাসি?

একই চোঁখ একই স্রোত একইতো হৃদয়,
ব্যবধান আছে শুধু অশ্রুধারায়।
সুখ তুমি দিয়েছিলে কৃপনের মত,
দুঃখের বেলায় দিলে সীমাহীন ক্ষত।
তখনও জানতে বাঁকী, তুমি আর আমি,
কার চেয়ে কে বেশী, কাকে ভালবাসি?

কথাঃ বাপ্পী খান
সুর-সংগীতঃ আইউব বাচ্চু
শিল্পীঃ আইউব বাচ্চু
album: ঝড় (mixed album 1992/93)

১,৭৬৭ বার দেখা হয়েছে

১০ টি মন্তব্য : “তখনও জানতে বাঁকী”

  1. জুনায়েদ কবীর (৯৫-০১)

    বাপ্পী ভাই, আপনাকে না চিনে, না জেনেও আপনার কত গান শুনেছি... :dreamy:
    দেরিতে হলেও আজ আপনাকে কৈশোরের চমৎকার গানগুলোর জন্য ধন্যবাদ জানাই... :salute:

    অঃ টঃ বস, অনেকগুলো শব্দে (বাকি, চোখ...) চন্দ্রবিন্দুর বাহূল্য রয়েছে। সময় পেলে ঠিক করে দিয়েন... O:-)


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।