নতুন রূপে ‘নিচের ঠোঁট কামড়ে ধরে কাঁদতে নেই’

অমর একুশে গ্রন্থমেলা ২০১৫ তে প্রকাশিত হয়েছিল আমার প্রথম কবিতার বই ‘নিচের ঠোঁট কামড়ে ধরে কাঁদতে নেই’। ঐ বছর মেলাতেই বইটির প্রথম সংস্করণ শেষ হয়ে যায় এবং অভূতপূর্ব সাড়া পাই কবিতা প্রিয় পাঠকদের কাছ থেকে। এ বছর বইটির দ্বিতীয় পরিমার্জিত সংস্করণ প্রকাশিত হয়েছে চৈতন্য প্রকাশন থেকে। বইটি মেলায় পাওয়া যাচ্ছে চৈতন্য প্রকাশনের ৬০৪-৬০৫ নম্বর স্টলে। এছাড়া অনলাইনে রকমারি এবং বইপড়ুন ডট কমের মাধ্যমে সংগ্রহ করার সুযোগ রয়েছে।

বইয়ের ফ্ল্যাপ থেকেঃ

‘নিচের ঠোঁট কামড়ে ধরে কাঁদতে নেই’ শিরোনামে কবিতাটি প্রথম প্রকাশিত হয় দৈনিক প্রথম আলোতে সৈয়দ শামসুল হক নির্বাচিত কবিতা সংখ্যায় ০৪ আগস্ট, ২০১৩ সালে। প্রকাশের পরপরই কবিতাটি পাঠকদের মনোযোগ আকর্ষণ করে। একই পত্রিকায় ‘নতুন কবিরা আসছে’ শীর্ষক একটি লেখায় কবিতাটির পর্যালোচনা করে কবি জাহিদ হায়দার লেখেন, ‘নিচের ঠোঁট কামড়ে ধরে কাদতে নেই’ প্রথম পাঠে মনে হতে পারে এক হালকা ঠাট্টা। কিন্তু তা নয়। এক চিরব্যথা ও কষ্টের শব্দবিভাব। ‘ঠোঁট কামড়ে ধরে’ ও ‘কাঁদতে’ এই দুই ছবির দৃশ্যে শারিরীক প্রেম ও বিরহ ব্যথার দুই ডানা আমার বাঁচার অসম আকাশে উড়তেই থাকে।

উক্ত বইয়ে আবহমান প্রেম, জীবনদর্শন, মানব হৃদয়ের চিরায়ত অনুভূতিসহ বিচিত্র বিষয় স্থান পেয়েছে। শিরোনাম কবিতাটিঃ

প্রচ্ছদঃ নির্ঝর নৈঃশব্দ্য


নিচের ঠোঁট কামড়ে ধরে কাঁদতে নেই।
খুব সহজে বিশ্বাসে বুক বাঁধছো কেন? বাঁধতে নেই।

বুকের কিছু গভীর কান্না চোখের মাঝে আনতে নেই।
কিছু অতীত স্মৃতির কথা জানার চেষ্টা করছো বৃথাই,
জানতে নেই।
চোখের পানি ফেলছো কেন? ফেলতে নেই।
ভুল আকাশে ভালোবাসার রঙিন ডানা মেলতে নেই।

হঠাত করে লেপটে যাওয়া চোখের কাজল মুছতে নেই।
পাথর মনে ভালোবাসার শীতল দিঘী খুঁজতে নেই।
অনর্থক অভিমানে মনের মাঝে বেদনা পুষতে নেই।
এক জীবনে ভালোবাসার সকল সুধা শুষতে নেই।

খুব সহজে ভালোবেসে ফেলছো কেন? ফেলতে নেই।
ভুল নিয়মে ভালোবাসার কঠিন খেলা খেলতে নেই।
খুব নিকটে কবির কাছে আসতে নেই।
দুঃখ পেয়ে কাঁদবে তুমি, রূপক হাসি হাসতে নেই।

৬,০২৯ বার দেখা হয়েছে

২ টি মন্তব্য : “নতুন রূপে ‘নিচের ঠোঁট কামড়ে ধরে কাঁদতে নেই’”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।