এই বোশেখের চাওয়া

এই বোশেখের চাওয়া

এই বোশেখে আর কিছু নয় চাওয়া-
জানালাগুলো একটু খোলা রেখো।
দখিনপানের মাতাল প্রেমিক হাওয়া
মধ্যরাতে ঘুম ভাঙ্গালে দেখো;
মেঘপুকুরে চাঁদ দিয়েছে ডুব,
বিজলী আঁধার ভাঙছে ক্ষণে ক্ষণে।
হাস্নুহেনা ঘ্রাণ ছড়ালে খুব
আমার কথাই পড়ুক তোমার মনে।
আকাশ হতে নীল গিয়েছে চলে,
দিঘীর জলেও তার ছায়াটি নেই;
মেঘমেয়েদের ওড়নাগুলোর তলে
নীল তারাটি জ্বলছে তবু সেই।
মেঘ যদি যায় খানিক সময় সরে,
দুচোখ ভরে সে-ই তারাটি দেখো।
আসব নাহয় দমকা হাওয়ার ঝড়ে,
জানালাগুলো একটু খোলা রেখো।
দেখাশোনার সকল অগোচরে,
তোমার বুকে অবাধ আসা যাওয়া-
ঠাঁই যেন হয় তোমার মনের ঘরে,
এই বোশেখে এইটুকু হোক চাওয়া।

৭,০০২ বার দেখা হয়েছে

২ টি মন্তব্য : “এই বোশেখের চাওয়া”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।