সেরা রোমান্টিক মুভি

রোমান্টিক মুভি। আজকের দিনে এর চেয়ে ভাল টাইমপাস আর কি হতে পারে। (বান্ধবীদের সময় দেওয়ার পর)।
তাই এই আড্ডা রোমান্টিক মুভি নিয়ে। এর কোনো সম্পূর্ণ তালিকা করা যাবে না। আমি একটা তালিকা দিলাম। আপনারাও দেন পছন্দের রোমান্টিক মুভি নিয়ে। তারপর বেছে নেবো নামটি। এবং তারপর দেখবো যেগুলো দেখিনি।
১. রোমান হলিডে-আমার ধারণা আজি হতে শতবর্ষ পরেও এটি থাকবে সেরা রোমান্টিক ছবি। গ্রেগরি পেক ও অড্রে হেপবার্ন। রাজকুমারী আর সাংবাদিকের গল্প।
২. এনি হল: উডি অ্যালেনের সেরা ছবি। ভুমিকায় অ্যালেন নিজে আর ডায়েনা কিটন। অসাধারণ এর সংলাপ আর গল্প বলার ধরণ।
৩. অ্যান এফেয়ার টু রিমেমবার: কেরি গ্রান্ট আর ডেবোরা কার। প্লেবয় কেরি গ্রান্ট পেমে পড়ে কারের। ঠিক করে প্রেম সত্যি হলে নির্দিষ্ট সময়ের পর দেখা করবে। এটা নিয়ে হিস্দি ছবি আছে। আমির খানের মন।
৪.ক্যাসাব্লাস্কা: তালিকা বানানেওয়ালারা এইটারে সেরা রোমান্টিক মুভি বলে। যুদ্ধ এর পটভূমি হলেও আদতে এটি ভালবাসারই ছবি।
৫. লাভ স্টোরি: সেই বিখ্যাত উপন্যাসের চলচ্চিত্র রূপ। রায়ান ও নিল ও আলি ম্যাকগ্রো। ধনীর ছেলে প্রেমে পড়ে দরিদ্র মেয়ের। তারপরে ক্যান্সার। সেই পুরান গল্প, কিন্তু এই বই দিয়েই শুরু।
৬. ইট হ্যাপেন্ড ওয়ান নাইট: এক রাতের ঘটনা। তবে এই গল্প নিয়ে যে কত ছবি হয়েছে তার ইয়ত্তা নেই।
৭. দি আফ্রিকান কুইন: ক্যাথারিন হেপবার্ণের ছবি। পরিণত বয়সে প্রেমে পড়ার গল্প। যুদ্ধ এর বড় অংশ জুড়ে থাকলেও এটা আসলে প্রেমেরই ছবি।
৮. দি প্রিটি উইম্যান: আধুনিক রূপকথা। এই প্রথম একটা রোমান্টিক ছবি দেখে মনে হয় নায় আহারে এই রকম যদি একটা মেয়ে পেতাম।
৯. টাইটানিক: প্রেমের ছবি হিসাবে উত্তম। তবে এতোগুলা অস্কার পাওয়া ঠিক হইলো কিনা সেই প্রশ্ন করাই যায়। এই ছবি দেখে কেটের প্রেমে পড়ে নায় কে কে আছেন হাত তোলেন।
১০. সেরেনডিপিটি: আরেকটি আধুনিক রূপকথা। মহা রোমান্টিক ছবি। অল্প বয়সীদের জন্য আদর্শ ছবি।
১১. লাভ একচুয়ালি: এইটা একটা ভালবাসার প্যাকেজ ছবি। সব ধরণের ভালবাসার গল্প আছে একটা ছবিতেই।
১২. বিফোর সানরাইজ: এইটা আসলে আমার অন্যতম অল টাইম প্রিয় ছবি। এর সঙ্গে দেখতে হবে এর দ্বিতীয় পর্ব বিফোর সানসেট ছবিটাও। ইথান হক আর জুলি ডিপলি।
১৩. অ্যান অফিসার অ্যান্ড জেন্টেলম্যান: প্রথম দেখে আমি ডেবোরা উইঙ্গারের প্রেমে পড়ছিলাম। দুষ্ট দুষ্ট দৃশ্য আছে ছবিটায়।
১৪. নটিং হিল: বিখ্যাত নায়িকার সঙ্গে সাধারণ মানুষের প্রেম। হিউ গ্রান্ট আর জুলিয়া রবার্টস।
১৫. ফিফটি ফার্স্ট ডেটস: আমার ভীষণ পছন্দের ছবি। একেই বলে প্রেমে পড়া। শট টার্ম মেমোরি লসের ছবি। বার বার মনে করিয়ে দিতে হয় মেয়েটাকে।
১৬. এ ওয়াক ইন দি ক্লাউডস: কঠিন প্রেমের ছবি। এইটা নিয়াও ভারত-বাংলাদেশে একাধিক ছবি হইছে।
১৭. দি ওয়ে ইউ ওয়্যার: রবার্ট রেডফোর্ড আর বারবারার ছবি। ঢাকায় অনেক খুঁজেও এটা পেলাম না। অনেক আগে দেখে মুগ্ধ ছিলাম।
১৮. দেয়ার ইজ সামথিং অ্যাবাউট মেরি: কমেডি হলেও চমৎকার এক রোমান্টিক ছবি। এই দৃশ্যটাই দিলাম। কেন যারা দেখেছেন তারা বুঝতে পারছেন।
১৯. ওয়েস্ট সাইড স্টোরি: রোমিও জুলিয়েটের মিউজিক্যাল ভার্সন। চমৎকার একটা ওয়েল মেড মুভি।
২০. হোয়েন হ্যারি মিট স্যালি: মেগ রায়ানের অনেক ছবির নাম করা যায়। আমার কাছে এটাই সেরা। ভিন্ন ধরণের গল্প বলার আঙ্গিক।
২১. ঘোস্ট: মরে ভুত হয়ে প্রেমিকাকে রক্ষা করা। মজার একটা ছবি।
২২. সিটি অব অ্যাঞ্জেল: মেগ রায়ান ও নিকোলাস কেইজ। আরেকটি চরম রোমান্টিক ছবি। শেষে মনটা খারাপ হয়।
২৩. মেইড ইন ম্যানহাটন: জেনিফার লোপেজের ছবি। আধুনিক রূপকথা ঘরানার ছবি।
২৪. দি গ্রাজুয়েট: এই ছবিটাকেও আমি রোমান্টিক মুভির দলে ফেলতে চাই। বিশেষ করে শেষ দৃশ্যটা তো অসাধারণ।
২৫. এ ওয়াক টু রিমেমবার: আরেকখান ঘন প্রেমের ছবি। দেখে ফালান। something-about-mary-mf01romanholiday

১৫,২৯২ বার দেখা হয়েছে

৯৪ টি মন্তব্য : “সেরা রোমান্টিক মুভি”

  1. এহসান (৮৯-৯৫)

    স্লিপ লেস ইন সিয়াটল ও দিল ওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে যোগ করলে এটা আমারো সেরা রোমান্টিক সিনেমার লিস্ট হয়ে যেতো। যদিও আমার ক্রমবিন্যাসটা অন্যরকম হতো।

    জবাব দিন
  2. ইয়ে মানে আমার মাত্র ৮ টা কমন পর্ছে।

    50 first dates সবচেয়ে ভাল লাগছে আমার।

    অফটপিক: মুহাম্মদ (দা মুভি বোদ্ধা) একটু পরে আইসাই হয়তো বইলা দিবে, সে সবগুলাই দেক্সে।
    কোন ছবির কোন শটটা কোন অ্যাঙ্গেল থেকে নিলে আরো ভাল হত, আর কোন মুভিতে মানবজীবনের কোন নিগূঢ় সত্য প্রকাশিত হয়েছে... ইত্যাদি ...

    জবাব দিন
  3. সানাউল্লাহ (৭৪ - ৮০)
    ওয়েস্ট সাইড স্টোরি: রোমিও জুলিয়েটের মিউজিক্যাল ভার্সন। চমৎকার একটা ওয়েল মেড মুভি

    ছবিটা প্রথম দেখেছিলাম ফৌজদারহাটে। সে সময়েই মনে ভীষণ দাগ কেটেছিল। তার অনেকদিন পর সম্প্রতি (গত এক/দেড় বছরে) আবার দেখলাম সেই একই মুগ্ধতা নিয়ে।

    কিন্তু মাসুমের তালিকা থেকে আমার দেখা ছবি মাত্র ৬টা!! কেম্নে কি? নিজেরেই :gulli2: :gulli2: :gulli2:


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  4. মেহেদী হাসান সুমন (৯৫-০১)

    ১ সেরেনডিপিটি
    ২ ফিফটি ফার্স্ট ডেটস
    ৩ স্লিপ লেস ইন সিয়াটল 😛

    😛 দেয়ার ইজ সামথিং অ্যাবাউট মেরি এর ছবিটার কাহিনী মনে পরছে... নায়কের ... :khekz: :khekz: :khekz: :khekz:

    জবাব দিন
  5. অলমোস্ট আমার পছন্দের সব রোমান্টিক ছবিই আছে তালিকায়।

    সেরা বেছে মিতে বললে আমিও দ্য ওয়ান এন্ড অনলি 'রোমান হলিডে'। এখন পর্যন্ত যত রোমান্টিক ছবি হয়েছে, আর ভবিষ্যতে যত রোমান্টিক ছবি হবে সব মিলিয়ে এটিই আমার কাছে সেরা থাকবে।

    রোমান্টিক ছবির তালিকায় একটা বাংলা ছবি আমার কিন্তু খুব প্রিয়। 'হঠাৎ বৃষ্টি।'

    জবাব দিন
  6. মুহাম্মদ (৯৯-০৫)

    শওকত ভাইয়ের লিস্টের ২৫টার মধ্যে মাত্র ৭টা দেখছি। আমার ফেভারিট লিস্টটা এরকম: (প্রেমের ছবি (লাভ স্টোরি) আর রোমান্টিক ছবির মধ্যে কিছুটা পার্থক্য আছে বোধহয়। আমি এখানে রোমান্টিক ছবি ধরছি, সবগুলা প্রেমের ছবি নাও হতে পারে।)

    ট্যাক্সি ড্রাইভার (মার্টিন স্করসেজি)
    সাইকো (আলফ্রেড হিচকক)
    ভার্টিগো (আলফ্রেড হিচকক)
    সমাপ্তি (সত্যজিৎ রায়ের "তিন কন্যা"-র শেষ খণ্ড)
    রোমান হলিডে (উইলিয়াম ওয়াইলার)
    দি উইন্ড উইল ক্যারি আস (আব্বাস কিয়ারোস্তামি)
    চারুলতা (সত্যজিৎ রায়)
    নায়ক (সত্যজিৎ রায়)
    অরণ্যের দিনরাত্রি (সত্যজিৎ রায়)
    কাপুরুষ+মহাপুরুষ (সত্যজিৎ রায়)
    পারসোনা (ইংমার বারিমান)
    মুলহল্যান্ড ড্রাইভ (ডেভিড লিঞ্চ)
    অ্যানি হল (উডি অ্যালেন)
    ইট হ্যাপেন্‌ড ওয়ান নাইট (ফ্রাংক কাপরা)
    বারান (মাজিদ মাজিদি)
    দ্য ব্যান্ড্‌স ভিজিট (এরান কোলিরিন)
    বিফোর সানরাইজ+বিফোর সানসেট (রিচার্ড লিংকলেটার)
    ব্রোকব্যাক মাউন্টেইন (অ্যাং লি)
    মাই ফেয়ার লেডি (জর্জ কিউকর)
    শেক্সপিয়ার ইন লাভ (জন ম্যাডেন)
    ওয়ান্স (জন কার্নি)
    অ্যাটোনমেন্ট (জো রাইট)
    ফরেস্ট গাম্প (রবার্ট জেমেকিস)
    দোসর (ঋতুপর্ণ ঘোষ)

    "ওয়েস্ট সাইড স্টোরি" দেখার খুব ইচ্ছা আছে। প্রথম সুযোগেই দেখে ফেলব।
    ধুর, কোন লিস্ট কইরাই জুইত পাইতাছি না। রোমান্সের চোটে দিশাহারা অবস্থা।

    জবাব দিন
  7. রায়হান আবীর (৯৯-০৫)

    চমৎকার লিস্ট। :thumbup: :thumbup:

    আমারগুলো দেই। সিরিয়াল ঠিক রাখাটা কষ্টকর।

    ১। সিনডারেলা স্টোরি- কিচ্ছু করার নাই। এইটা দেখে আমি বিরাট মুগ্ধ হইছিলাম- তাই ফার্স্ট

    ২। রোমান হলিডে।

    ৩। বিফোর সানসেট। এইখানেও কিচ্ছু করার নাই। আমার সানরাইজের চেয়ে সানসেট বেশী ভালো লাগছে।

    ৪। ফিফটি ফার্স্ট ডেটস।

    ৪। গার্ল নেক্সট ডোর।

    ৫। লাভ একচুয়ালি।

    ৬। ওয়ান্স।

    ৭। ইট হ্যাপেন্ড ওয়ান নাইট।

    ৮। ডেফিনেটলি মে'বি (এইটা সিরিয়ালে আরেকটু পরে থাকবে)

    ৯। লিটল ম্যানহাটন।

    ১০। কেয়ামত থেকে কেয়ামত 😀

    জবাব দিন
    • এহসান (৮৯-৯৫)

      ইউসুফ ভাই, আমাদের কবে দেখা হবে আমি জানি না। কিন্তু আমি আমার পোর্টেবল হার্ডড্রাইভ সাধারনতঃ সাথে রাখি। তাই কোন সমস্যা নাই। কিন্তু আপনার নরমাল মেশিনে তো জায়গা হবেনা। আমার মত 250 GB একটা এক্সটার্নাল HD কিনে রাখেন।

      জবাব দিন
  8. মান্নান (১৯৯৩-১৯৯৯)

    লিস্টগুলার মধ্যে অধিকাংশই দেখা। তাই নিজেকে একটু মুভি বোদ্ধা বোদ্ধা মনে হচ্ছে 😛

    আমার লিস্টের মধ্যে 'ইট হ্যাপেন্ড ওয়ান নাইট' একেবারে প্রথম দিকে। তবে মেগ রায়ান/টম হ্যাংকসের 'ইউ হ্যাভ গট মেইল' , মেগ রায়ানের 'ফ্রেন্ঞ্চ কিস' থাকবে। আরেকটা ছবি বেশ আনকমন ব্রিজিত ফোন্ডা/নিকোলাস কেইজ 'ইট কুড হ্যাপেন টু ইউ' । রোমান্টিক কমেডির মধ্যে 'কাম সেপ্টেমবর' সেরা। টমক্রুজ/নিকোল কিডম্যানের 'ফার অ্যান্ড অ্যাওয়ে' , নিকোল কিডম্যানের 'কোল্ড মাউন্টেন' আমার ফেবারিট দের মধ্যে সবসময় থাকবে। ম্যাথু পেরি & সালমা হায়েকের 'ফুলস রাস ইন' কেও রাখবো। মিউজিক্যাল রোমান্টিক ছবির মধ্যে 'সিংগিং ইন দা রেইন' কে রাখতেই হবে।

    জবাব দিন
  9. সামিয়া (৯৯-০৫)

    ছয় ছয়টা মুভি আমার দেখা 😮 😮
    আমি তো অনেক পড়াশোনা করি 😛
    তবে সেরেনডিপিটি কে ভাল বললেন কেন বুঝি নাই। গত বছর ১৪ই ফেব্রুয়ারী রাতে (মানে ১৩ইফেব দিবাগত রাত) ক্লাসমেটরা মিলে একসাথে দেখলাম আমার বাসায়...ঠিক করেছিলাম পরেরদিন ঘুম থেকে উঠেই দোকানে যাবো হাতমোজা কিনতে। কপাল...ঘুম দিয়ে উঠতে উঠতে ২টা বেজে গেল 🙁
    আ ওয়াক টু রিমেম্বারও ভাল লাগে নাই, পুরা বাংলা সিনেমা, খালি কথাগুলা ইংরেজীতে বলে 😐

    জবাব দিন
  10. মান্নান (১৯৯৩-১৯৯৯)

    অফ টপিক:

    'আউট অফ আফ্রিকা' মুভিটা ঠিক রোমান্টিক ক্যাটাগরিতে পড়েনা। কিন্তু মেরিল স্ট্রিপের সাথে রবার্ট রেডফোর্ডের প্রেমটার মধ্যে অন্য কিছু ছিল যা অনেক রোমান্টিক মনে হয়েছিল আমার কাছে। এই ছবির মেরিল স্ট্রিপের ক্যারেন বেলিক্স চরিত্রটা, আর আফ্রিকার মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্যগুলো আমার আফ্রিকা আসার অনুঘটক হিসাবে কাজ করেছে। কেনিয়াতে তাই সুযোগ পেয়ে কারেন বেলিক্স এর বাড়ি দেখার সুযোগ হাতছাড়া করিনি। সত্যিই ছবির মত জায়গাটা, বাড়িটা, কফিবাগানটা। সেসব ছবিগুলো অন্যকোন দিন শেয়ার করব।

    জবাব দিন
  11. শার্লী (১৯৯৯-২০০৫)

    আমার পছন্দের তালিকায় WALL E থাকবে। শুধু মাত্র মানুষের ভেতর নয় রোবটের ভেতরের প্রেম দিয়েও যে এতটা আবেগ ফুটিয়ে তোলা সম্ভব তা জানতাম না। আমার ১ নম্বর হবে গার্ল নেক্সট ডোর। আমার পছন্দের তালিকায় সবসময়ই থাকবে বাংলা 'স্বরলিপি' ছবিটা।

    জবাব দিন
  12. ফয়েজ (৮৭-৯৩)

    ব্লু-লেগুন-১ (২ টা ভাল লাগে নাই)

    কাভি আল বিদা না কেহনা (বুড়া বয়সে হাউমাউ কইরা কাদছি)

    চিনি কম (আহারে অমিতজি, টাবু ভইন)


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
  13. আদনান (১৯৯৪-২০০০)

    A lot like love (ashton kutcher, amanda peet)
    মনে হয় কেউ দেখে নাই । দেখতে পারেন ।

    আমার Personal favourite
    when harry met sally
    a lot like love
    notebook
    before sunrise
    before sunset
    forrest gump
    you have got mail
    pretty woman
    mr and mrs iyer
    serendipity
    pyaar ki side effects (most likely inspired!! from High Fidelity)
    walking tall
    love actually
    step up (great chemistry between the actors)

    আরো আছে । আপাতত এতটুকুই থাকুক ।

    জবাব দিন
  14. টিটো রহমান (৯৪-০০)

    আমি বোদ্ধা না, তবু তিন চারটা বাদে সবই দেখছি
    তবে আরো যে যে নাম আসতে পারে
    বাংলা-সীমানা পেরিয়ে(আলমগীর কবির), দহন(শেখ নিয়ামত আলি), সাড়ে চুয়াত্তর, চারুলতা, মি: এন্ড মিসেস আয়ার ইত্যাদি
    হিন্দি- দিল সে, পারদেশ, পুষ্পক ইত্যাদি
    অন্যান্য- ম্যালিনা, ললিতা, ড্রিমার্স, ত্রিস্তান.....ইত্যাদি


    আপনারে আমি খুঁজিয়া বেড়াই

    জবাব দিন
  15. ইটারনাল সানশাইন অভ দ্য স্পটলেস মাইণ্ডের কথা কেউ বললেন না দেখে মাইন্ড খাইলাম ... আমার দেখা সেরা তিনটা রোমান্টিকের একটা ... উইন্সলেটের এক্টিং আর তার লাল-নীল চুলের ভক্ত হইছিলাম এই ছবিটা দেইখা ...

    জবাব দিন
  16. আহমদ (৮৮-৯৪)

    কয়েকটা কমন পড়েছে। প্রিয়তে নিয়ে নিলাম যাতে করে অন্য নামগুলো যেকোন সময় বের করে ছবিগুলো খুজে দেখে নিতে পারি। আরেকটা কথা, দেয়ার ইজ সামথিং এবাউট মেরির পোষ্টারটা দেখে পিরা গেলাম। কারন ... :goragori: :khekz: :pira:


    চ্যারিটি বিগিনস এট হোম

    জবাব দিন
  17. রাজীব (১৯৯০-১৯৯৬)

    সানফ্লাওয়ার নাই দেখে দুঃখ পেলাম।
    রোমান হলিডে, ক্লাসাব্লাঙ্কা, এবং সানফ্লাওয়ার তিনটা একত্রে আমার কাছে ১ নম্বর রোম্যান্টিক ছবি।
    হিন্দি সিলসিলা।


    এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ

    জবাব দিন
  18. আসিফ (২০০১-'০৭)

    আপনার বাকিগুলার সাথে একমত হলেও '' মেইড ইন ম্যানহাটন'' এরসাথে একমত হতে পারলাম না, ভাল লাগে নাই... এই লিস্ট এর সব মুভি ই দেখেছি , দারুন সব রোমান্টিক মুভি কালেকশন। এর বাইরেও অনেক রোমান্টিক মুভি খুব ভাল লেগেছে, যেমন...... ওয়ান শর্ট ফিল্ম ম আবাউট লাভ, দা ইংলিশ পেসেন্ট, লাভ ইন দা টাইম অফ কলেরা, বালাড অফ া সোলজার, দা নোটবুক, আই গিরাসলি(সানফ্লাওয়ার), অ্যান অফিসার অ্যান্ড আ জেন্টালম্যান, অ্যা মোমেন্ট টু রিমেম্বার (কোরিয়ান),স্লিপলেস ইন সিয়াটল,ইটারনাল সান শাইন অফ দি স্পটলেস মাইন্ড,ইটস অ্যান ওয়ান্ডারফুল লাইফ, সেরেন্দিপিটি, ইউ হেভ গট আ মেইল এবং আর অনেক ( নাম মনে করতে পারছিনা এখন)...।। 😛 😛 😛 😛 😛 (সম্পাদিত)

    জবাব দিন

মওন্তব্য করুন : samiur (1997-2003)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।