আমার কথা ছাড়ুন

আমার কথা ছাড়ুন,
আপনি অনেক বিখ্যাত হয়েছেন শুনে খুশী হলাম,
তবে ভাবছি, কোন একদিন আপনিও কি আমার মত মাটি হবেন?
এত এত মানুষকে টপকে এতো উপরে উঠেছেন,
এত এত মানুষের ভালোবাসা আপনার জন্য,
এসব কি একটুও কন্সিডার করা হবে না, ভাবতে কষ্ট হচ্ছে।
আপনার জন্য কি একটু বিশেষ ব্যবস্থা করা যেতো না?
এ ধরুন, মাটি না হয়ে অন্য কোন মহামূল্যবান খনিজ হবেন।

বিস্তারিত»

প্রাত্যহিক অপলাপ- ১

প্রত্যহ এইরূপ দুপুরবেলা, আমাদের পাড়ার জানলা দিয়ে, ঝাঁক ঝাঁক কিশোরীরা ফান্টা খেতে খেতে এগিয়ে যায়।।

আমাদের পাড়ার জানলায় আকাশী পর্দা ওড়ে রোজ। মুশকিল এই যে- , আকাশ যেদিন মেঘে মেঘে গুরুগম্ভীর কালো থাকে-; তবু ঐ সব আচানক জানলায়
ওই আকাশী পর্দাই ওড়ে।।

বিস্তারিত»