পৌষালী

গরম ঘুমে ঘুমিয়ে ছিল
আদ্যিকালের বুড়ো
মেঘ মুলুকে থাকে
সে তো হিমালয়ের খুড়ো
আগুন মাসের নতুন ধানে
উঠলে মেতে উৎসবে
সুবাস গিয়ে ঘুম ভাঙ্গে
তার হাড় কাঁপানর মচ্ছবে।

খেজুর পাতা খুঁচপাতাড়ি
চুইয়ে নেমে ভরবে হাঁড়ি
চুলার পাশে গেলাস ভরা
কাঁপা কাঁপা হাতে মুড়ি
একলা খেলে পৌষে পিঠে
তোমার সাথে আড়ি।

১,৩৪২ বার দেখা হয়েছে

৬ টি মন্তব্য : “পৌষালী”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।