ফটো ব্লগ : স্থির সময়

ফটো ব্লগ : মনরোভিয়া
ফটো ব্লগ : মনরোভিয়ার পথে
ফটো ব্লগ : লাইবেরিয়া

১. ফেরিওয়ালার ঝুড়িতে ক্যামেরা ফোকাস করতেই ঝিলমিল ঝিলমিল – কক্সবাজার সমুদ্র সৈকতে।

২. বিএনএস শাপলার পাশ দিয়ে রাতের চট্টগ্রাম সমুদ্র বন্দর।

৩. বেলা শেষে ঘরে ফেরার পালা – মনরোভিয়ার সিসি (Cece) বিচে।

৪. কাঠগোলাপ – লজ্জাটাই স্থায়ী হয়েছে!!

৫. লুকোচুরি লুকোচুরি দৃষ্টি – পার্কি বীচে।

৬. ইলেকট্রিসিটি চলে যাওয়া এবং মশার কামড়ে অস্থির হবার ফলাফল।

৭. কাঠের প্ল্যাটফর্মের নীচ থেকে আলো ফেলতেই…….।

৮. বিকেল পাঁচটা বাজতে না বাজতেই সূর্যকে গ্রাস করতে এলো কালো মেঘের দল – লাইবেরিয়ার বজ্রঝড়।

৯. একজনের (স্টাফ?) কাউন্টিংয়ে চলছে পুশ আপ।

১০. স্যান্ডেল হাতে আরেক স্টাফের তৎপরতা – ঈদের বিকেলের আনন্দ।

১১. ঈদের চাইতে ঈদ পূর্ণমিলনীর আনন্দটাই যেন বেশি।

১২. এখানের ঢ্যাড়শ গাছগুলো হয় এক তলার ছাদ সমান আর ঢ্যাড়শগুলো হয় বড়জোড় আড়াই/তিন ইঞ্চি!!

*********

গত কয়েকদিনে মাথাটা বিচ্ছিরি রকমভাবে ব্লক হয়ে আছে। কোনরকম চিন্তাভাবনা এগুচ্ছে না, কিচ্ছু ভালো লাগছে না। জানি না বিটিভি’তে একেই “বিষন্নতা একটি রোগ” বলে প্রচার করা হয় কিনা। আবার সিসিবি’তে পার্টিসিপেট না করতে পারার কষ্টও যোগ হচ্ছে। পুরনো এবং নতুন কিছু ছবি তোলা ছিল। সেগুলোই শেয়ার করলাম।

২৬ টি মন্তব্য : “ফটো ব্লগ : স্থির সময়”

  1. সামি হক (৯০-৯৬)

    ১, ৩, ৪ আর ৭ অসাধারণ আসছে। ৮ নম্বর ছবিটা আরেকটু বড় করে আকাশটা আনলে আরো বেশী ভালো আসত আমার মনে হয়।

    ভাই জানি না তোমার ক্যান মন ভালো নাই, তবে মন ভালো হোক শীঘ্রই এই কামনা করি।

    জবাব দিন
  2. সাকেব (মকক) (৯৩-৯৯)
    কাঠগোলাপ - লজ্জাটাই স্থায়ী হয়েছে!!

    বস, আমার মন বলে যে আপনি একজন কবি :boss: ।
    আপনার কবিতা পড়ার অপেক্ষায় থাকলাম...চিয়ার আপ করা লাগলে আমারে বইলেন।
    (টুশকি-১৭ ও তাড়াতাড়ি দিয়েন!)


    "আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
    আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।