আমার ক্যাডেট বেলা-৫ (ক্লাস নাইন পর্ব)

প্রথম পর্ব থেকে…

ক্লাস নাইনে উঠেই গেলাম তবে
ক্যামনে দেখি ঠেকায় ক্যাঠায়
এইবার সব হবে। :party:

সিনিয়রের চোখ রাঙানি
সকাল বেলার ঘুম ভাঙানি
চিল্লানিটা ঠিকই যাবে কমে
লাইফ এবার উঠলো বুঝি জমে। :dreamy:

ডাইনিং এতে খেয়াল খুশি
হাত ঝুলিয়ে এখন বসি
আগের মত শান হওয়া নেই
ভয় পেয়ে খান খান হওয়া নেই
ইচ্ছেমতন ঝোলটা নেয়া যাবে
নেই ক্ষতি আর হিসাব এবার লাভে। B-)

নতুন আরেক ব্যাচতো এসে হাজির
ঠ্যংটা ভেংগে দুই হাতে ঠিক
ধরিয়ে দেব পাজির। :grr:

অল্টারনেট ব্যাচটা কেমন কড়া
ক্লাস সেভেনের চান্দু এবার
ট্রেডিশনের কন্ডিশনে ধরা

খাইলে কেমন হাসফাসই না লাগে
বুঝবে সেটা সেভেন বেটা
অন্য কিছু বুঝতে পারার আগে। 😉

ফলইনে লেট করছি এখন মহা
দেখেও না দেখারই ভান
করছে প্রিফেক্ট? আহা! O:-)

কিন্তু হঠাৎ হলো কি আজ, একি!
হাউস প্রিফেক্ট চোখ ইশারায়
ডাকছে আমায় দেখি। 😕

একটু না হয় লেট হয়েছে বেশি
তাই বলে কি এমন করে
সব জুনিয়র কেমন করে
তাকিয়ে থাকার মাঝে
চোখ রাঙিয়ে আমায় ডাকা সাজে?
মান সম্মান হলোই বুঝি শেষই। =((

এরপরে… থাক নাই বল্লাম আজই
প্রিফেক্ট ব্যাটায় খাইস্টা পুরা
ভীষন ভীষন পাজি। ~x(

মনটা এখন স্যাড রয়েছে ভেরী
ফুল সিনিয়র হইতে আরো
দুইটা বছর দেরী। :((

(চলবে)

১,৭১৮ বার দেখা হয়েছে

৯ টি মন্তব্য : “আমার ক্যাডেট বেলা-৫ (ক্লাস নাইন পর্ব)”

  1. আশিক (১৯৯৬-২০০২)

    ওবায়দুল্লাহ ভাইয়ের কমেন্ট পড়ে মনে পড়লো...ক্লাস নাইনে আমাদের ব্যাচের জেসিসির হাসনাইন নাকি নিজের পরিচয় দিত এভাবে...

    হাসনাইন,
    ক্লাস নাইন,
    হাউজ হুনাইন,
    রুম নাম্বার নাইন :))

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।