অপূর্ণতা ( নামটি কিন্তু হতে পারত রেড কার্ড)

অপূর্ণতা ( নামটি কিন্তু হতে পারত রেড কার্ড)
অনিন্দ্য ইমতিয়াজ
না! হলনা।
এবারও হলনা।
ছুটতে ছুটতে এবারও  তার কাছে পৌছেছিলাম-
কিন্তু কি লাভ ?
তাকে তো পাওয়া হলনা।
তাকে দেখলাম, অনুভব করলাম
এমনকি মাড়িয়ে এলাম – তার ছায়াও
কিন্তু সে এবারও হেসে গেল বিদ্রুপের হাসি।
বিদ্রুপ ! উপহাস !
এগুলোই কি কেবল বরাদ্দ আমার জন্যে ?
হয়ত হ্যাঁ ।
ভাগ্যবিধাতা হয়ত আমায় দেখে শুধুই দীর্ঘশ্বাস ফেলেন…
কখনও কি তার মায়া হয়না ?
করুনা ? তাও না ?
আমিও তো  তারই সৃষ্টি।
আমায় আঘাত দিয়ে তিনি কি খুব সুখে আছেন?
জানিনা।  আর ভালও লাগেনা।
হঠাত হঠাত হেসে উঠি
কেউ কেউ ভাবে পাগল
কিন্তু কেউ তো জানেনা –
আমি যে নিজের উপরই হেসে উঠি।
ভাগ্যের উপর। নিজের দুর্ভাগ্যের উপর ।
আমি আর দুর্ভাগ্য তো এখন সহোদর।
কিন্তু সৌভাগ্য আর আমি ?
হয়ত সমমেরু; তাই আমাদের মিলন অলীক ।
আর ভাবতে ভাল লাগেনা, তাও ভাবি
নিজের অজান্তেই গড়িয়ে পড়া দু’ফোটা জল-
ভিজিয়ে দেয় কবিতার খাতা।
পরক্ষনেই দু’হাতের তালু দিয়ে ওদের অস্বিত্ব লুকোবার চেষ্টা করি,
কিন্তু পারিনা।
আমার আদরের পুতুলটাকে জড়িয়ে ধরে রাখতে ইচ্ছে হয়,
ওকে সামনে রেখে আড়াল করতে ইচ্ছে করে –
আমার অশ্রুভেজা চোখ দু’টি।
ছিঃ! সবাই দেখলে কি ভাববে ?
পুরুষ আবার কাঁদে নাকি ?
কেন ! পুরুষের কি হৃদয় নেই ?
স্বপ্ন, ভালোবাসা, আশ্বাস নেই ?
ওরা কি মানুষ নয় ?
না’কি অশ্রু শুধু মেয়েদেরই অলংকার ?
ওসব ভাবতে আর ভাল লাগেনা,
আবারও চোখ মুছি।
কিন্তু যেখানে বার বার পাড় ভাঙ্গে –  প্রবল প্লাবনে,
কতবার আর জোড়া লাগবে তা ?
কিন্তু অনেক সময় বাধ্য হয়েই জোড়া লাগাতে হয় –
এরই নাম হৃদয়।
এখনতো আবার সহোদর আমারই সাথে,
বুঝি – আমাকে ছাড়তে ওর বড় কষ্ট হয় ।
মাঝে মাঝে মনে হয় থাকুক না ও
দুর্ভাগ্য হলেও, কাওকে তো সুখি রাখা গেল ।
কিন্তু লোকমুখ তো আমার সহোদরকে চেনেনা,
ওরা চেনে আমাকে, খোঁজে আমাকে,
এবং সহোদরের সাথে থাকার ফলাফলও ভোগ করি আমি।
কিন্তু আমার সহোদর তো নিষ্পাপ !
আবারও গড়িয়ে পড়ল জল-
এই দু-চার ফোটা অশ্রুই আমার চিরসাথী ।
যারা আমাকে ছেঁড়ে যায়না, কখনও যাবেনা।
ঠিক আমার সোনা পুতুলটার মত –
যে আমার সব অশ্রু শুষে নেয় নিজের মনে করে,
আমি যাকে ধরে হাসতে পারি, কাঁদতে পারি,
ভালবাসতে পারি……
যারা আমার অপ্রাপ্তি, অপূর্নতায় আমার পাশে দাঁড়ায়,
মাঝে মাঝে আমার কষ্ট সইতে না পেরে –
বেরিয়ে পড়ে লোচন দু’খান থেকে।
আবার একটু পর নিজেরাই লজ্জা পেয়ে চুপ হয়ে যায়,
কিন্তু আমি  ঠায় দাঁড়িয়ে রই আমার নির্লজ্জতাকে সাথে করে,
তাই শত অপ্রাপ্তির মাঝেও –
আমি ঠায় দাঁড়িয়েই আছি।।
১,১৮৫ বার দেখা হয়েছে

২ টি মন্তব্য : “অপূর্ণতা ( নামটি কিন্তু হতে পারত রেড কার্ড)”

  1. অনিন্দ্য (২০০৬-২০১২)

    আমি ব্লগের এডমিনের সাথে যোগাযোগ করতে চাই। আমি একটি ছোটখাট পত্রিকায় আছি। আমাদের সাহিত্য পাতার জন্য ভাল লেখার দরকার। কেউ সাহায্য করতে পারলে জানাবেন। আমার যোগাযোগ নং- ০১৮৪৫৫৩২৬৯০ (অনিন্দ্য ইমতিয়াজ)

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।