?????


ফুটেছিল চাঁদ,ঘুচিয়ে বিষাদ-
মুছে নোনা জল,জেগেছিল সাধ।
ঘুমচোখে চেয়েছিল স্বপ্নেরা থাক,
জ্যোৎস্নাজলে ধুয়ে যাক সব অবসাদ।
স্বপ্ন দেখাই হল কাল;
ঘোর অপরাধ।।

ঝরে পাতা ,ঝরে ফুল
হয়েছিল দেখা,সে কী মনের ভুল?
বয়ে যায় সময়,বয়ে যায় নদী
এ কোন মায়ায় জড়ালে নিধি!
ভাবি অনুক্ষণ,প্রতিক্ষণ;ভাবি নিরবধি;-
হারায়ে ফেলি যদি!

৭২৫ বার দেখা হয়েছে

১৩ টি মন্তব্য : “?????”

  1. সাবিহা জিতু (১৯৯৩-১৯৯৯)

    ১০টা ফ্রন্টরোলঃ প্রথম ব্লগ লিখা উপলক্ষ্যে :grr: ।
    ১০টা ফ্রন্টরোলঃ এতোদিন কেন লিখনি সেই অপরাধে 😡 ।
    ১০টা ফ্রন্টরোলঃ "শব্দের পর কমা হবে কোন স্পেস না দিয়ে, কমার পর একটা স্পেস হবে।" এই ভুলের জন্য ( এটা দুষ্টামী, এডিট করে শুধরে নিও 🙂 )


    You cannot hangout with negative people and expect a positive life.

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।