টুশকি ৮

টুশকি [১] [২] [৩] [৪] [৫] [৬] [৭] [৯]

১. বিএমএ’তে আমাদের জনৈক প্লাটুন কমান্ডার নাতিদীর্ঘ নসিহত শেষ করার পর বললেন, “ইউ হ্যাভ টু মেক মি আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ হ্যাভ নট আন্ডারস্টুড। ইফ ইউ ক্যান নট মেক মি আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ হ্যাভ নট আন্ডারস্টুড দেন হাউ উইল আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ হ্যাভ নট আন্ডারস্টুড”?

২. বুয়েটের সত্যপ্রসাদ মজুমদার (SPM) স্যার এমআইএসটি’তে আমাদের ক্লাস নিতেন। এক ক্লাসমেট তার ক্লাসে বসে অন্য কোন এক সাবজেক্ট পড়ছিল। স্যার এটা বেশ খানিক্ষণ ধরেই মার্ক করেছিলেন। পড়াতে পড়াতে এক পর্যায়ে সেই ক্লাসমেটের কাছে গেলেন। তারপর পড়ানো বাদ দিয়ে আস্তে করে বললেন, “তুমি যে আমার ক্লাসে অন্য সাবজেক্ট পড়তেছ, সেইটা যে আমি বুঝছি – সেইটা যে তুমি বুঝ নাই তা কি তুমি বুঝছ”?

৩. আমাদের একজন অফিসার ঢাকার ব্যস্ত রাস্তায় এ্যাকসিডেন্টের আশঙ্কায় গাড়ি চালাতে চান না – ভয় পান। তাকে সহকর্মী অফিসারের জিজ্ঞাসা, “তুমি কি বিবাহিত”? উত্তর আসল “হ্যাঁ”। তখন সহকর্মীর বিরক্তিমাখা বিস্ময়ভরা মন্তব্য, “ইফ ইউ আর নট এ্যাফ্রেড অফ ম্যারিইং এ উওম্যান দেন হোয়াই অন আর্থ ইউ আর অ্যাফ্রেড টু ড্রাইভ অন দ্যা রোড”!!!

৪. লাইবেরিয়ান কাকেরা স্যান্ডো গেঞ্জি ব্যবহার করে। বিশ্বাস হচ্ছে না? ছবি দেখুন –

লাইবেরিয়ান কাউয়া

৫. একজন লোকাল লাইবেরিয়ানকে দিয়ে পানির লাইনের কাজ করানো হলে টাকা প্রাপ্তি রশিদে নাম সাইন করল “H2O”। প্রশ্নবোধক দৃষ্টি দিতেই জানা গেল এটা সত্যিই তার নাম!!

৬. মিলিটারি ডেইরী ফার্ম সাভারে ভিজিট করতে গিয়েছে ঢাকা মেডিক্যাল কলেজের একটা ব্যাচ। সেখানে অনেক গাই গরুর পাশাপাশি বেশ কিছু ষন্ডা ষাঁড় দেখে একজনের অবাক জিজ্ঞাসা, “গরু না হয় দুধ দেয় বুঝলাম কিন্তু এখানে ষাঁড় রাখছে কেন”??

৭. কলা ছিল আমার সবচেয়ে প্রিয় ফল। কারণ কলা একটা সুস্বাদু ফল। এটা স্বাস্থ্যসম্মতও বটে। একমাত্র এই ফলটাই কাটা ধোয়ার ঝামেলা ছাড়াই খাওয়া যায়। কলাতে কামড় দিলে (বিচিকলা বাদে) দাঁতের নিচে বিচির কিড়মিড় শুনতে হয় না। দারুণ ভদ্রস্থ এই ফল যে কোন অবস্থাতেই অল্প আয়াসে ছিলে গলধঃকরণ করা যায়। কিন্তু নিকট অতীতে আমি আমার প্রিয় ফলের অবস্থান থেকে কলাকে বাদ দিতে বাধ্য হয়েছি।

কারণ?

কলা প্রিয় ফল জানতে পেরে আমার এক মহিলা সহকর্মী চিকন হাস্যরস মিশ্রিত মন্তব্য করেছিল, “যার যেইটা অভাব তার সেইটা তো প্রিয় হবেই”!!!!

************
২ নম্বর গল্পটা আমার এক ক্লাসমেট এমআইএসটি’র একটা ম্যাগাজিনে (মোঃ শাতিল আরব, Impulse) শেয়ার করেছিল।

৫৬ টি মন্তব্য : “টুশকি ৮”

  1. সায়েদ ভাই,
    আপনেরে হুমকি দিতেছি-যুদি এই সিরিজ কুনুদিনও বন করনের ধান্ধা মাথাতেও আসে তাইলে কইলাম আমি আত্মহত্যা করুম আর চিরকুটে লিখা থাকব "আমার মিরিত্যুর জুন্যে সায়েদ ভাই দায়ী"।
    :)) =)) :)) =)) :)) =))
    "কলা" কাহিনী বেশি জোস। আর ঢাকা মেডিকেলের কেউ আছেন নি এইখানে?থাকলে আওয়াজ দেন-নৌকা বাইতে বাতাসের গতি নিয়ন্ত্রণ করার যেই বিশাল কাপড় সেইটার নামের সাথে ষাড় রাখার যেই কাজ তার উচ্চারণগত মিল আছে। 😀

    জবাব দিন
  2. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    সায়েদ ভাই,
    আপনেরে হুমকি দিতেছি-যুদি এই সিরিজ কুনুদিনও বন করনের ধান্ধা মাথাতেও আসে তাইলে কইলাম আমি আত্মহত্যা করুম আর চিরকুটে লিখা থাকব "আমার মিরিত্যুর জুন্যে সায়েদ ভাই দায়ী"।
    :)) =)) :)) =)) :)) =))
    "কলা" কাহিনী বেশি জোস। আর ঢাকা মেডিকেলের কেউ আছেন নি এইখানে?থাকলে আওয়াজ দেন-নৌকা বাইতে বাতাসের গতি নিয়ন্ত্রণ করার যেই বিশাল কাপড় সেইটার নামের সাথে ষাড় রাখার যেই কাজ তার উচ্চারণগত মিল আছে। 😀

    জবাব দিন
  3. জুনায়েদ কবীর (৯৫-০১)

    খালি খালি লোকে কাউয়ারে গালি দেয়???
    ব্যাডা, শরীরের কোন অংশ সবার আগে ঢাকা দরকার তা যদি বুঝতি, তাইলে তো মানুষই হইতি...!!! :-B


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  4. জুনায়েদ কবীর (৯৫-০১)

    সায়েদ ভাই,
    মাসরুফের মত আমিও আপনেরে হুমকি দিতেছি-'যুদি এই সিরিজ কুনুদিনও বন করনের ধান্ধা মাথাতেও আসে তাইলে কইলাম আমি মাসরুফরে খুন করুম আর চিরকুটে লিখা থাকব “মাসরুফের মিরিত্যুর জুন্যে সায়েদ ভাই দায়ী”।
    😀 :)) =))


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  5. টিটো রহমান (৯৪-০০)

    জুনায়েদ দেখছ নাকি কারবারটা? মাসরুফের ঠিকই গিয়া কলা কাহীনি ভাল লাগছে। এইটাও কি ওই কাহীনির মত যার যেটা অভাব থিউরি??? 😀

    মাসরুফ
    তোমগো কথোপথন ইনজয় করতাছি খুব 😛


    আপনারে আমি খুঁজিয়া বেড়াই

    জবাব দিন
  6. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    @ ফুয়াইদ্দা,
    তোরে আমি কি করুম তা এই মুহূর্তে ভাইবা পাইতাছিনা।দুইন্না জুইড়া পোচুর গিয়াঞ্জাম-গিয়াঞ্জাম ঠান্ডা হইলে চিন্তা করুম।তয় তুই ভালা মন্দ খায়া নে-বুঝস এ তো দুই দিনের দুইন্না... x-(
    @টিটো ভাই-আমার প্রিয় ফল কলা না,কতবেল।

    জবাব দিন
  7. জুনায়েদ কবীর (৯৫-০১)

    ফল তো দুনিয়ায় কম নাই???
    লিচু, আপেল, বেল, জাম্বুরা, ডাব...(কোন প্যাটার্ন খুঁইজেন না!!)
    অনেকের দেখছি তরমুজও খুব পছন্দ করে... 😀


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  8. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    হ আমাগো এমরান হাশমী (বলিউড ক্যাডেট কলেজের প্রাক্তন হাইস সাংস্কৃতিক অধিনায়ক) ভাইজান শুনছি "মল্লিকা" নামক নতুন জাতের তরমুজের বিশাল ফ্যান।
    অফ টপিক-আমি অবশ্য ব্রিটেন-ভারত কৃষি গবেষণাগারে তৈরি উঁচু জাতের "আয়েষা টাকিয়া" জাতের কতবেলের বিশেষ ভক্ত 🙂

    জবাব দিন
  9. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    ভুল কইছিলাম ওইডা হইবো "মালাইকা অরোরা" জাতের কদবেল =)) =)) =))
    অফ টপিক-উনারে এই ব্লগে আনা যায়না কুনুভাবে?ডায়রেক্টর কামরুল ভাই কি কন?সুস্মিতা সেনরে একবার আননের প্ল্যান করছিলেন(সে আবার ইন্ডিয়ান এমজিসিসির ক্যাডেট কিনা-জোক না,সত্যি সত্যি)

    জবাব দিন
  10. সায়েদ (১৯৯২-১৯৯৮)
    এই সিরিজ যদি কুনু দিন বন হয় তাইলে কইলাম আমি ওইখানে ষাঁড় সরায়া........

    উপরের সব কথাবার্তার মধ্যে এই লাইনটাই আমার সবচাইতে মনে ধরছে 😀 😀 - বৈপ্লবিক চিন্তা ভাবনা।
    খুব মজা লাগতেছে।

    @ বন্য
    আমার এখন প্রিয় ফল "লিটল লিটল আঙ্গুর" 😛 । যেগুলা বিচিবিহীন, দুই আঙ্গুলের চিমটিতে ধরা যায়। যা দিয়া কিসমিস বানায় আর কি 😉 😉 ।

    ****

    যথেষ্ট শিক্ষামূলক ভালোচনা 😛 । বিভিন্ন নতুন প্রজাতির (?) নামসহ কৎবেল, তরমুজ, বড়ই, সিম, লিচু, আপেল, জাম্বুরা, ডাব, বরবটি - অনেক ফলের নাম শিখলাম।

    ####

    ভয় নাই বাচ্চালোক, আমি আছি তোমাগো লগে। অক্ষুণি ভাগার ইচ্ছা নাই।

    থ্যাংকস সবাইকে।


    Life is Mad.

    জবাব দিন
  11. আজীজ হাসান মুন্না (৯১-৯৭)

    কামরুল, কামরাংগায় টেস্ট নাই এই কথা মিয়া কোন মেয়েরে বইলো না ...পিটায়ে তুমারে কাঠাল বানাবে |
    আর তোমার নেক্সট মন্তব্ব্যের জবাব আমি আগেই দিয়া দেই " না আমারে কেউ কাঠাল বানায় নাই ... তুমার মত এইরকম অনেক পাপি বান্দাকে কাঠাল হতে দেখছি কিনা তাই " 😀

    জবাব দিন
  12. রায়হান আবীর (৯৯-০৫)
    কলা প্রিয় ফল জানতে পেরে আমার এক মহিলা সহকর্মী চিকন হাস্যরস মিশ্রিত মন্তব্য করেছিল, “যার যেইটা অভাব তার সেইটা তো প্রিয় হবেই”!!!!

    কেমনে কি??? এমন করে কেউ কইতে পারে। B-) B-)

    ১. বিএমএ’তে আমাদের জনৈক প্লাটুন কমান্ডার নাতিদীর্ঘ নসিহত শেষ করার পর বললেন, “ইউ হ্যাভ টু মেক মি আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ হ্যাভ নট আন্ডারস্টুড। ইফ ইউ ক্যান নট মেক মি আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ হ্যাভ নট আন্ডারস্টুড দেন হাউ উইল আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ হ্যাভ নট আন্ডারস্টুড”?

    আমার মাথা ঘুরাচ্ছে...

    আপনি তো আহসান হাবিবের মতো বই লিখে ফেলতে পারবেন ভাইয়া... :boss: :boss:

    জবাব দিন
  13. আহমদ (৮৮-৯৪)
    বিএমএ’তে আমাদের জনৈক প্লাটুন কমান্ডার নাতিদীর্ঘ নসিহত শেষ করার পর বললেন, “ইউ হ্যাভ টু মেক মি আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ হ্যাভ নট আন্ডারস্টুড। ইফ ইউ ক্যান নট মেক মি আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ হ্যাভ নট আন্ডারস্টুড দেন হাউ উইল আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ হ্যাভ নট আন্ডারস্টুড”?

    আমি fresher-দের ক্লাশে সবসময় একটা কথা বলে থাকিঃ
    If you don't understand, let me understand that you don't understand; otherwise I'll not be able to understand that you don't understand; and this will create a huge misunderstanding.


    চ্যারিটি বিগিনস এট হোম

    জবাব দিন
  14. ইফতেখার আলম খান (৭৯-৮৪)

    সানাউল্লাহ ভাই আপনারে বুড়া কইসে? পাংগা দিমু নাকি? খালি পারমিশান দিয়া আমার হাতে বিচ্ছুগুলারে ছাইড়া দেন। আহহারে কত দিন পাঙ্গা দেই না। :just: :))

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।