টুশকি ১৮

টুশকি [১] [২] [৩] [৪] [৫] [৬] [৭] [৮] [৯] [১০] [১১] [১২] [১৩] [১৪] [১৫] [১৬] [১৭] [১৯]

১. আমার দুই ক্লাসমেট সামিরুল আর কাওসার যথাক্রমে রংপুর ও যশোর ক্যান্টনমেন্ট থেকে ঢাকায় এসে ছুটি কাটাচ্ছিল। খেলা পাগলা এই দু্জন রামপুরা আর হাতিরপুল থেকে লম্বা দূরত্ব ঠেঙ্গিয়ে বিকেলে চলে আসত এমআইএসটি’র মাঠে ফুটবল খেলতে। সব পরিচিত মুখের মধ্যে দুইটা অপরিচিত মুখ দেখে মাঠের বাইরে জনৈক ইন্সট্রাকটর আমাকে জিজ্ঞেস করলেন, “ওরা কারা”? আমি ওদের পরিচয় জানালাম। ক্যান্টনমেন্টের বাসিন্দা ছুটিতে এসে অন্য এক ক্যান্টনমেন্টে সময় কাটাচ্ছে ব্যাপারটা তার ঠিক মাথায় ঢুকছিল না। তার বিস্মিত প্রকাশ, “….ওদের কি কামড়ায়”?

২. তখন রঙ্গিলা’র উর্মিলা খুব হিট। সেই গান দেখতে এক পিচ্চির আবদার, “ঐ হাফপ্যান্ট পড়া আন্টিটার গান দেখবো….”।

৩. মাটিতে গড়াগড়ি করে আমাদের উইনিফর্মে ভালোমতোন কাদামাটি লাগালে অনেকটা বিডিআর এর ইউনিফর্মের মতোন দেখতে হয়। কম্যান্ডো কোর্সের স্টাফরা ডিসিপ্লিন ঠিক রাখার জন্য প্রায়শই মনে করিয়ে দেন, “স্যার, যা বলি ঠিকঠাক শুইনেন। নইলে ধইরা বিডিআর বানাই দিব কিন্তু”।

৪. অনেক দিন আগে উম্মাদের কোন একটা সংখ্যায় ফ্রেঞ্চ ল্যাংগুয়েজ কোর্স করা কোন একজনকে নিয়ে ফান করা হয়েছিল। তার বলা চন্দ্রবিন্দুবহুল (ঁ) ডায়লগ শেষ হয়েছিল অনেকগুলো ডট দিয়ে। কারণ হিসেবে নিচে আলাদা করে কোট করা হয়েছিল “কম্পিউটারে আর চন্দ্রবিন্দু নাই বলে ডায়লগ শেষ করা গেল না”।
কাহিনী হচ্ছে, আমি সত্যি সত্যিই সেটা বিশ্বাস করেছিলাম 😛 ।

৫. আমাদের এক হুজুর কোন একটা কাজে অফিসে গেলে জনৈক সিনিয়র অফিসারের সামনে পড়ে যান, “….আপনার পিছনে যারা মুনাজাত ধরে তাদের বেহেশতে যাওয়া নিয়ে বহুত সন্দেহ আছে। আপনার চাইতে ড্রাইভার রমজান বরং অনেক ভালো”। বেচারা হুজুরের তো আক্কেল গুড়ুম। বলে কি? কারণ জিজ্ঞেস করতেই জবাব এলো, “আপনি মুনাজাত ধরলে পিছনের সবাই তো ঘুমায়। রমজানরে দেখেন। ও যখন গাড়ি চালায় তখন পিছনের সবাই জোরে জোরে আল্লাহ আল্লাহ করে আর তওবা কাটে। তাইলেই বোঝেন……”।

৬. ইউনিটের জুনিয়রমোস্ট সেকেন্ড লেফটেন্যান্ট সিও’র মন্তব্যের বিরোধিতা করে কমেন্ট করে বসল ভরা মজলিশে। মুহূর্তে সব চুপ….পিনপতন নিরবতা। না জানি কি হয়, না জানি ক্যামনে বোমাটা ফাটে। সিও চিবিয়ে চিবিয়ে বলে উঠলেন, “তোমার গলাটা ইদানিং বেশি লম্বা হয়ে গেছে”। সেকেন্ড লেফটেন্যান্ট তখন বেপরোয়া, “স্যার, খাবার সময় যখন চিকেন সার্ভ করা হয় তখন আপনি থেকে শুরু করে সবার সামনে দিয়ে আমার পর্যন্ত যখন আসে তখন থাকে শুধুই গলা। আমার গলা তো লম্বা হবেই”।

৭. ১৬ কিমি দৌড় হচ্ছে। মহিলা সহকর্মীর ওয়াটার বটলের কভারে বলপেনের কালিতে কি যেন একটা লেখা আছে। ব্যাপারটা শুরুতে খেয়াল করলেও দৌড়ের কারণে পড়তেই পারছিলাম না। ১৪ কিমি পার হবার পর হঠাৎ করে গতি কমলে বুঝতে পারলাম লেখা আছে “১৮ বেঙ্গল”। এক জুনিয়র কলিগের সাথে বিষয়টা শেয়ার করতেই মাথায় হাত দিয়ে ৩২ টা দাঁত বের করে দিল, “মাই গড……স্যার, আপনে ওর পিছে পিছে ১৪ কিলোমিটার দৌড়াইছেন এই লেখা পড়ার জন্য”???

৬,১০২ বার দেখা হয়েছে

৯২ টি মন্তব্য : “টুশকি ১৮”

  1. ইফতেখার (৯৫-০১)

    মাই গড……স্যার, আপনে ওর পিছে পিছে ১৪ কিলোমিটার দৌড়াইছেন এই লেখা পড়ার জন্য”???

    নাহ ... লেখাটার জন্য না, বটল যেই এরিয়া তে থাকে অই এরিয়া টা দৌড়ের সময় দেখার জন্য সায়েদ ভাই পিসে পিসে দৌড়াইসে।

    জবাব দিন
  2. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
    “ঐ হাফপ্যান্ট পড়া আন্টিটার গান দেখবো….”।

    হ রে, নস্টালজিক হয়ে গেলাম :shy: হাফপ্যান্ট পড়া আন্টিটারে মোটরসাইকেলের উপর বসায়া (মানে শোয়ায়া আর কি 😛 ) মোচ অলা আন্কেলটার (জ্যাকিশ্রফ 😀 ) সেই মোচ নাড়ানি হাসিটা মনে পিড়া গিলো।

    এখনকারদিনে যা অবস্থা, পিচ্চিদের আব্দার হইবো 'সেই আন্ডি পড়া আন্টিটার....... :grr: :grr:

    ১৪ কিমি পার হবার পর হঠাৎ করে গতি কমলে বুঝতে পারলাম লেখা আছে “১৮ বেঙ্গল”। এক জুনিয়র কলিগের সাথে বিষয়টা শেয়ার করতেই মাথায় হাত দিয়ে ৩২ টা দাঁত বের করে দিল, “মাই গড……স্যার, আপনে ওর পিছে পিছে ১৪ কিলোমিটার দৌড়াইছেন এই লেখা পড়ার জন্য”???

    ইক্কেরে ঠাশ কইরা পিরা গেলাম :goragori: :goragori:

    সেইরকম আরেকটা টুশকিরে, এই ফক্স কলিং গভীর রাইতে চিল্লায়া হাসতেই আছি =)) =))


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  3. রহমান (৯২-৯৮)

    দোস্ত, শেষের টা পড়ি মিজা পিলাম, ইফতেখারের কমেন্ট পড়ি মিজার পরিমান আরো বাড়ি গেল। 😛 কিন্তু ঝাল আরেট্টু বাড়াতি হবি। চটপটির ঝাল দিন দিন কমি যাইচ্ছে। নেক্সটাতে আরো ঝাল চাই 😡 । :tuski: - ১৯ এর অপেক্ষায় রইলাম

    জবাব দিন
  4. রেজওয়ান (৯৯-০৫)

    x-( x-( x-( x-( x-( x-( x-(

    মহিলা সহকর্মীর ওয়াটার বটলের কভারে বলপেনের কালিতে কি যেন একটা লেখা আছে। ব্যাপারটা শুরুতে খেয়াল করলেও দৌড়ের কারণে পড়তেই পারছিলাম না। ১৪ কিমি পার হবার পর হঠাৎ করে গতি কমলে বুঝতে পারলাম লেখা আছে “১৮ বেঙ্গল”।

    😡 😡 😡 😡 😡 😡 😡
    আমার ১৮ বেঙ্গলে কুনু মহিলা সহকর্মী নাই...। খেলুম না...আমি এর তিরিব্র পরতিবাদ জানাইতাছি...
    ~x( ~x( ~x( ~x( ~x( ~x( ~x(
    যেয়াই হোক, মজাক পাইলাম বহুত...আর আম্নেরে অভিনন্দন...৫০ মারার লইগ্যা...... :clap: :clap:

    জবাব দিন
  5. তানভীর (৯৪-০০)

    সায়েদ ভাইকে প্রথমেই হাফ সেঞ্চুরীর শুভেচ্ছা! :clap: :clap: :clap:

    যথারীতি সিরাম টুশকি!
    :tuski: :tuski: :tuski: :tuski: :tuski: :tuski: :tuski: :tuski: :tuski: :tuski: :tuski: :tuski: :tuski: :tuski: :tuski:

    ভাই, এত মজা করে লেখেন কেমনে? আমাকেও একটু শিখাইয়া দিয়েন!

    জবাব দিন
  6. মুসতাকীম (২০০২-২০০৮)

    মিজা পাইলাম =)) =)) =)) =)) =)) =))
    হাফ সেঞ্চুরীর অভিনন্দন :salute: :salute: :salute:


    "আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"

    জবাব দিন
  7. ইফতেখার (৯৫-০১)

    “স্যার, খাবার সময় যখন চিকেন সার্ভ করা হয় তখন আপনি থেকে শুরু করে সবার সামনে দিয়ে আমার পর্যন্ত যখন আসে তখন থাকে শুধুই গলা। আমার গলা তো লম্বা হবেই”

    তাও ভালো, কোনো ফ্রুট এর নাম বলে নাই :-B

    জবাব দিন
  8. রায়হান আবীর (৯৯-০৫)
    কাহিনী হচ্ছে, আমি সত্যি সত্যিই সেটা বিশ্বাস করেছিলাম

    😀 😀 😀

    “স্যার, খাবার সময় যখন চিকেন সার্ভ করা হয় তখন আপনি থেকে শুরু করে সবার সামনে দিয়ে আমার পর্যন্ত যখন আসে তখন থাকে শুধুই গলা। আমার গলা তো লম্বা হবেই”।

    জুনিয়র অফিসাররে :gulli2: :gulli2: :salute: :salute:

    “মাই গড……স্যার, আপনে ওর পিছে পিছে ১৪ কিলোমিটার দৌড়াইছেন এই লেখা পড়ার জন্য”???

    =)) =)) =))

    হাফ সেঞ্চুরীর অভিনন্দন। পরিশেষে আমিও বলি, হ্যাফপ্যান্ট দেখপো

    জবাব দিন
  9. তাইফুর (৯২-৯৮)
    “কম্পিউটারে আর চন্দ্রবিন্দু নাই বলে ডায়লগ শেষ করা গেল না”।
    কাহিনী হচ্ছে, আমি সত্যি সত্যিই সেটা বিশ্বাস করেছিলাম

    এমুন গাব'ও দুইন্নাত আছে ?? :khekz: :khekz: :khekz:

    হাফসেঞ্চুরী'র অভিনন্দন।


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  10. কামরুলতপু (৯৬-০২)

    ভাইয়া আপনার টুশকি অসাধারণ । ঝাক্কাস। আমার কেমন যেন ইমো দেওয়ার অভ্যাস নাই নইলে ... হাফসেঞ্চুরির শুভেচ্ছা।
    আপনার কমেন্ট না পড়লেই জানতামই না যে আমিও হাফসেঞ্চুরি মেরেছি। তবে পার্থক্য আছে আপনার হল আশরাফুলীয় স্টাইলে আর আমি হইলাম গুল্লু স্টাইলে

    জবাব দিন
  11. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    সায়েদ, ৫, ৬, ও ৭ অসাধারণ!! :hatsoff:

    কি যে মজা পেঁয়েঁছিইইইই........

    বাসর রাতের অভিজ্ঞতা শেয়ার করার এক পর্যায়ে আমাদের এক শিক্ষকের উক্তি এখানে উদ্ধৃত করার লোভ সামলাতে পারলাম না।


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।