টুশকি ২১

টুশকি [১] [২] [৩] [৪] [৫] [৬] [৭] [৮] [৯] [১০] [১১] [১২] [১৩] [১৪] [১৫] [১৬] [১৭] [১৮] [১৯] [২০] [২২]

১. প্রাচীন গ্রীসের (সম্ভবত) কোন একটা আইনের কথা পড়েছিলাম এইভাবে যে: “স্বামী স্ত্রীকে পিটাতে পারবে কিন্তু যেই বেত/লাঠি দিয়ে পিটাবে তার ব্যাস স্বামীর বৃদ্ধাঙ্গুলীর চাইতে মোটা হতে পারবে না”। সেখান থেকেই “থাম্বস্ রুল” কথাটার উৎপত্তি। ট্রাজেডি হলো, বৌকে এই ব্যাপারটা জানানো মাত্র ধুপধাপ করে এক পশলা কিল গুঁতা নগদ পেয়ে গেলাম :(( !!

২. প্যারেন্টস ডে’র পর সবার লকারেই টুকটাক খাবার দাবার থাকত। ক্লাসমেটের অনুপস্থিতিতে তার লকারের খাবার একপ্রস্থ সাবার করে রসিক আক্রমণকারীরা ছোট্ট একটা নোট লাগিয়ে রাখল, “আ-বা-র খাবো” 😀 ।

৩. এমআইএসটি’তে আমাদের এক ক্লাসমেট উত্তরার আজমপুর থেকে আসত। তাকে খেপানের জন্য বলা হতো ও USA (উত্তরা সাইড এরিয়া) থেকে আসে।

৪. সদ্য বরিশাল থেকে ঢাকায় আসা এক লোক মোবাইলের ব্যাটারী কিনবে বলে দোকানে আসতেই দোকানদার তাকে পেয়ে বসল। নানান রঙ্গ রসিকতার এক পর্যায়ে সে বলল, “আপনে যে ঢাকায় আইছেন, তা আপনেরে ঢাকার ভিসা দেছে ক্যাডা”?

৫. লাইবেরিয়ান মহিলারা দৈনন্দিন কাজে সুবিধার জন্য নিজেদের দারুণভাবে হ্যান্ডস ফ্রি করে নিয়েছে। ছবি দেখুন:

৬. মনরোভিয়ার কাকগুলোর এ্যাক্রব্যাট পার্ফমেন্স দেখার মতোন। এরা ইলেকট্রিক তারে বসা অবস্থা থেকে সুন্দর করে উল্টে যায় আর সেভাবেই অনুন্য ১০/১২ সেকেন্ড ঝুলে থাকে!

৭. ওয়াসা (!) থেকে রাত তিনটার দিকে ফোনে ইমার্জেন্সি কল দেয়া হচ্ছে, “হ্যা-লো, শুনছেন? আমি ওয়াসা থেকে বলছি। সকালে আপনাদের এলাকায় পানি থাকবে না। এখনই মুতে পানি নিয়ে নিন”।

*********
১ নম্বর ছবি কৃতজ্ঞতা: মেজর সোহেল।
৫ নম্বরটা এর আগে মন্তব্য আকারে শেয়ার করেছি।

৬৭ টি মন্তব্য : “টুশকি ২১”

  1. মুসতাকীম (২০০২-২০০৮)

    ঝটিল ঝটিল =)) =)) =)) =)) =))
    তবে ঝাল কম আরো বাড়ান লাগবো :grr: :grr:


    "আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"

    জবাব দিন
  2. রকিব (০১-০৭)
    বৌকে এই শিক্ষা দেয়া মাত্র ধুপধাপ করে এক পশলা কিল গুঁতা নগদ পেয়ে গেলাম

    ব্যিপক মিজা পিলাম =)) =)) =)) :)) :)) :))


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  3. জাবীর রিজভী (৯৯-০৫)
    সেখান থেকেই “থাম্বস্ রুল” কথাটার উৎপত্তি।

    এইডা তো 'ফিজিক্স' এর ব্যাপার।কেমিস্ট্রি এরে পেটেন্ট করল কবে :-/

    আ-বা-র খাবো

    =)) =)) =))

    এখনই মুতে পানি নিয়ে নিন

    :khekz:

    জবাব দিন
  4. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
    সেখান থেকেই “থাম্বস্ রুল” কথাটার উৎপত্তি।

    কত্ত অজানারে!
    থাম্বস্ রুলের আরেকখান কাহিনি শুনছিলাম 😛 তয় ঐডার যা ব্যাখ্যা সেইটা কইলে সিনিয়র ভায়েরা পাঙ্গাইবো 😀 তাই অফ যাই B-)
    টুশকি এগিয়ে চলেছে একই গতিতে, সায়েদ মামা তোরে :salute: :salute:


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  5. জুনায়েদ কবীর (৯৫-০১)

    সায়েদ ভাই, আমার একটা ডাউট ছিল... :-B
    নিচে লিখেছেন,

    ১ নম্বরের ছবি: মেজর সোহেল।

    কিন্তু বস, এক নম্বরের ছবিতে মেজর সোহেল কোনজন বুঝতে পারছি না... :bash: O:-)


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  6. তৌফিক (৯৬-০২)

    টুশকি নিয়া কোন কথা নাই, বরাবরের মতোই। সেইরকম।

    কিন্তু, থাম্বস রুল নিয়া আছে।

    ঘরে ঘরে এইভাবে যে পুরুষরা নির্যাতিত হইতাছে, কিল- ঘুষি - গুঁতা খাইতাছে, এর বিহিত হবে কবে???

    দুনিয়ার সব পুরুষ- এক হও।

    নারী-পুরুষ সমান অধিকার চাই।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।